Air India Pilot Death: কেন মাছ-মাংস খাবে? 'ভেজ' প্রেমিকের অত্যাচারেই শেষের পথে পাইলট সৃষ্টি
Air India Pilot Death: এছাড়াও তরুণীর পরিবারের আরও অভিযোগ যুবক তাঁকে নানা ভাবে হেনস্থা করতেন। এমনকি, তরুণীকে নিরামিষ খাওয়া শুরু করতেও বাধ্য করেছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৃষ্টি তুলি আত্মহত্যা করেননি! তাঁকে 'পরিকল্পিতভাবে' খুন করা হয়েছে। মহিলা পাইলটের মৃত্যুতে এমনটাই দাবি করল তাঁর পরিবার। সোমবার মুম্বাইয়ের মারোল এলাকার ভাড়া বাড়ি থেকে সৃষ্টির দেহ উদ্ধার হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোনের ডেটা কেবিল দিয়ে ছাদ থেকে ঝুলেছেন ২৫ বছরের পাইলট। যদিও গোটা ঘটনায় কোনোরকমের সুইসাইড নোট মেলেনি। ঘটনায় সৃষ্টির প্রেমিক আদিত্য পণ্ডিতকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন: Air India Pilot: মাত্র ২৫-এই শেষ মহিলা পাইলটের উড়ান, গ্রেফতার প্রেমিক...
এছাড়াও তরুণীর পরিবারের আরও অভিযোগ যুবক তাঁকে নানা ভাবে হেনস্থা করতেন। এমনকি, তরুণীকে নিরামিষ খাওয়া শুরু করতেও বাধ্য করেছিলেন। সৃষ্টি তুলি নামের ২৫ বছরের তরুণী এয়ার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিমান চালাতেন। উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন মুম্বইতে।
পুলিস জানায়, বিমানচালক হওয়ার প্রশিক্ষণ নিতে গিয়ে আদিত্যের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। সৃষ্টি বিমানচালক হতে পারলেও প্রশিক্ষণ শেষে আদিত্য ব্যর্থ হয়েছিলেন। তার পরেও দু'জনের সম্পর্ক ছিল। সুইসাইডের আগে ফোনে ঝগড়া হয়েছিল সৃষ্টির। আদিত্য পুলিসের কাছে দাবি করেছে, তারা দুজনে যে ফ্ল্যাটে থাকত সেখানে গিয়েছিল আদিত্য।
আরও পড়ুন: Jharkhand: প্রেমিকাকে ধর্ষণ-খুন লিভ-ইন পার্টনারের! দেহ ৪০ টুকরো করে...
কিন্তু তার কাছে চাবি না থাকায়, চাবি তৈরির লোককে ডেকে নতুন চাবি তৈরি করিয়ে যখন সে ভেতরে ঢোকে তখন সৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তড়িঘড়ি করে নিয়ে যায় সে হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, 'পরিকল্পনা করে খুন করা হয়েছে ওকে। শক্ত মনের মেয়ে ছিল আমাদের।' তাঁর কাকা বিবেকের দাবি, মৃত্যুর ১৫ মিনিট আগেও মা এবং কাকিমার সঙ্গে কথা বলেছিলেন সৃষ্টি। সে সময় তাঁর গলা শুনে কিছুই বোঝা যায়নি। পরিবারের অভিযোগ টাকার জন্য সৃষ্টিকে ব্ল্যাকমেল করত আদিত্য। তাই হয়ত খুন করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)