Nisith Pramanik: চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা, আপাতত স্বস্তি নিশীথের

 নিশীথ বলেন, রাজনীতি করতে এলে প্রচুর মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়। যারা আমার বিরুদ্ধে কথা বলছেন তারাও বহু প্রতারণার সঙ্গে জড়িত। আইন আইনের পথে চলুক। মিথ্য মামলা রাজনীতির খারাপ দিক

Updated By: Nov 23, 2022, 07:02 PM IST
Nisith Pramanik: চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা, আপাতত স্বস্তি নিশীথের

অর্নবাংশু নিয়োগী: আপাতত স্বস্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্বে জারি গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বুধবার ওই স্থগিতাদেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গ্রেফতারির নির্দেশের পর এনিয়ে কথা বলতে চেয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছেন ডেকের ওব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত গ্রেফতার এড়ালেন নিশীথ প্রামাণিক। উল্লেখ্য, গত সপ্তাহেই আলিপুরদুয়ারের বিচারবিভাগীয় ম্য়াজিস্ট্রেট ২০০৯ সালে দুটি সোনার দোকানে চুরির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই আদেশের পরই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়ে যায়।

আরও পড়ুন-Watch: হাওড়া ব্রিজের মাথায় বিবস্ত্র যুবক! কালঘাম ছুটল প্রশাসনের 

আলিপুরদুয়ার আদালতের ওই আদেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান নিশীথ প্রামাণিক। সেই মামলাতেই গ্রেফতারির আদেশের উপরে স্থগিতাদেশ দিল আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর নিশীথ প্রামাণিকের আইনজীবী দুলাল ঘোষ বলেন, ২০০৮-০৯ সালে একটি মামলা হয়েছিল। সেইসময় জামিন নিয়েছিলেন নিশীথ। মামলাটি চলছে তাকে। এর মধ্য়েই কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যান নিশীথ। মামলা চলে আসে বারাসত আদালতে। পরে সেই মামলা আলিপুরদুয়ারে পাঠিয়ে দেওয়া হয়। সেই মামলাতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

আদালতের নির্দেশ ছিল ৭ ডিসেম্বরের মধ্যে গ্রেফতার করতে হবে নিশীথকে। তবে তার আগেই হাইকোর্টে থেকে রক্ষাকবজ আদায় করলেন মন্ত্রী। সংবাদমাধ্যমে নিশীথ বলেন, রাজনীতি করতে এলে প্রচুর মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়। যারা আমার বিরুদ্ধে কথা বলছেন তারাও বহু প্রতারণার সঙ্গে জড়িত। আইন আইনের পথে চলুক। মিথ্য মামলা রাজনীতির খারাপ দিক। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.