Kunal Ghosh: কুণাল ঘোষকে বিদেশ যাত্রার অনুমতি দিল হাইকোর্ট, তবে রয়েছে শর্ত
Kunal Ghosh: মঙ্গলবার ওই মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণ হয়নি। তাই তাঁর বিদেশ যাত্রা আটকানো যায় না। বিদেশে যাওয়াটা তাঁর মৌলিক অধিকারের মধ্যেই পড়ে।
অর্নবাংশু নিয়োগী: বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এমাসেই স্পেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে যেতে পারেন শিল্পপতিদের একটি প্রতিনিধিদল। তাঁর সঙ্গে যেতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এর জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন কুণাল। সেই অনুমতি অবশেষে মিলল। তবে তার জন্য দেওয়া হল শর্ত।
আরও পড়ুন-'আর্থিক বাধা তৈরি করব, দেখি কী করে বেতন দেন', বোসকে হুঁশিয়ারি মমতার
রাজ্যের প্রতিনিধি হয়ে স্পেনের বাণিজ্য সম্মেলনে যেতে পারবেন কুণাল ঘোষ। বিদেশ যাত্রার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এমনটাই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। স্পেনে যাওয়ার অনুমতি দেওয়ার পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকার বন্ড দিতে হবে কুণালকে। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে তাঁর পাসপোর্ট ফেরত দিতে হবে। সিবিআই তাকে তার পাসপোর্ট ফেরত দেবে। বিচারপতি জয়মাল্য বাগচীর নেতৃত্বে ডিভিশন বেঞ্চের তরফে ওই নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ওই মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণ হয়নি। তাই তাঁর বিদেশ যাত্রা আটকানো যায় না। বিদেশে যাওয়াটা তাঁর মৌলিক অধিকারের মধ্যেই পড়ে।
উল্লেখ্য, সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। মামলার তদন্ত সিবিআই নেওয়ার পর বেশকিছু দিন জেলবন্দি ছিলেন কুণাল। শেষপর্যন্ত ২০১৬ সালে জামিন পান। জামিনের শর্ত হিসেবে তাঁর বিদেশযাত্রায় বিধিনিষেধ রয়েছে। ফলে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে অনুমতি চেয়েছিলেন কুণাল।
উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রীকে বিদেশ যাত্রায় অনুমতি দেয়নি কেন্দ্র। তবে এবার স্পেনে বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য অনুমতি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।