Calcutta High Court: জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তৃণমূলের পার্টি অফিস! ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি 'গ্রেড ওয়ান হেরিটেজ'। কলকাতা পুরসভাকে নির্দেশ কার্যকর করতে ৩ সপ্তাহ সময় দিল আদালত। মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর।
অর্ণবাংশু নিয়োগী: জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তৃণমূলের পার্টি অফিস ভেঙের ফেলার নির্দেশ দিল হাইকোর্ট। হেরিটেজ ভবনটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য ৩ সপ্তাহ সময় দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে। শুধু তাই নয়, পুনরুদ্ধারের পর জায়গাটিকে হেরিটেজ ভবন হিসেবে চিহ্নিত করতে হবে আলাদাভাবে। মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর।
কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি 'গ্রেড ওয়ান হেরিটেজ’। ওই ভবনের অব্যবহৃত দুটি ঘর ভেঙে কেন তৃণমূলের পার্টি অফিস চলছে? হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন স্বদেশ মজুমদার নামে এক ব্যক্তি। এদিন মামলার শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাকেশ ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।
আরও পড়ুন: Alapan Banerjee: রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরলেন শুভাপ্রসন্ন, এলেন আলাপন
আদালতে শুনানি চলাকালীন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পার্টি তৈরি হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ প্রধান বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, 'হেরিটেজ ভবনে কীভাবে দলীয় কার্যালয় তৈরি হয়'? সঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি মন্তব্য, 'হেরিটেজ ভবন না হলেও, যে কেউ গিয়ে কি যেকোনও জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলতে পারে'? স্রেফ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তৃণমূলের পার্টি অফিস নয়, ৩ সপ্তাহের মধ্যে রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের বিটি রোডের ক্যাম্পাসেও বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।