রাতের শহরে ঝড়ের গতিতে কার্যত হাওয়ায় উড়ে আসছিল কেতাদুরস্ত লাল গাড়ি, তারপরই...

ফের শহরে বেপরোয়া গতি আর তার জেরে ভয়ঙ্কর দুর্ঘটনা কসবা মোড়ে।

Reported By: সৌমেন ভট্টাচার্য্য | Updated By: Jul 27, 2020, 07:40 AM IST
রাতের শহরে ঝড়ের গতিতে কার্যত হাওয়ায় উড়ে আসছিল কেতাদুরস্ত লাল গাড়ি, তারপরই...
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: রাতের শহর। ঝড়ের গতিতে ধেয়ে আসছে একটা লাল চকচকে কেতাদুরস্ত গাড়ি।  নিমেশের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা! দুঁদে পুলিস কর্তারা দেখেই বুঝেছিলেন এটা হওয়ারই ছিল। দুমড়ে মুছড়ে একাকার অবস্থা গাড়ির। ফের শহরে বেপরোয়া গতি আর তার জেরে ভয়ঙ্কর দুর্ঘটনা কসবা মোড়ে।

 কসবা থানার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ  দুর্ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর,  রুবির দিকে যাচ্ছিল গাড়িটি। গতিবেগ স্বাভাবিকের থেকে ছিল অনেক বেশি। কসবার কাছেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে।

আরও পড়ুন: আমেরিকায় থাকেন ছেলে, টালিগঞ্জে ফাঁকা বাড়িতে পড়ে শরীরে পচন ধরল মায়ের!

এরপরই কসবা থানার পুলিস  গাড়িটিকে আটক করেছে। দুজন আরোহী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। গাড়িটি কোথা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

.