মদন মিত্রের জামিনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআই

মদন মিত্রের জামিনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, সোমবারই বিশেষ আদালত বসানোর দাবি জানাবে তারা।  

Updated By: Nov 1, 2015, 08:23 AM IST
মদন মিত্রের জামিনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআই

ওয়েব ডেস্ক: মদন মিত্রের জামিনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, সোমবারই বিশেষ আদালত বসানোর দাবি জানাবে তারা।  

মদন মিত্রের জামিন মামলা। আলিপুর আদালতে তার শুনানির বিরোধিতায় এর আগেও হাইকোর্টে যায় সিবিআই। সেবার শুনানির আয়োজন হয় নগর দায়রা আদালতে। সিবিআই সূত্রে খবর, শনিবারও শুনানি নিয়ে আপত্তি ছিল তাদের।

গতকাল,শনিবার দুপুর তিনটে নাগাদ আলিপুর আদালতেই একটি পিটিশন দাখিল করে সিবিআই
পিটিশনে দাবি করা হয়, আলিপুর আদালতে সঠিক বিচার পাওয়ার আশা করছে না সিবিআই
সিবিআইয়ের তরফে জামিনের মামলা স্থগিত রাখার আর্জি জানানো হয়

সিবিআইয়ের যুক্তি ছিল, মামলার তদন্তকারী অফিসার আরেকটি মামলার শুনানিতে রায়পুর আদালতে রয়েছেন। তিনি কেস ডায়েরি পেশ তালাবন্ধ করে রেখে গেছেন। তাই শুনানি পিছোনো হোক।

যদিও, এই আর্জিতে গুরুত্ব দেননি বিচারক। মদন মিত্রের জামিন মঞ্জুর করে দেন তিনি। সিবিআইয়ের অভিযোগ, এই সিদ্ধান্ত একতরফা।

.