RG Kar Incident: আরজি কর কাণ্ডে নজরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি CBI-র!

শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত। আরজি কর রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি। দলের অন্দরে শান্তনু সেনের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবেই পরিচিত  এই চিকিত্‍সক-বিধায়ক।

Updated By: Sep 12, 2024, 04:30 PM IST
RG Kar Incident: আরজি কর কাণ্ডে নজরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি CBI-র!

পিয়ালী মিত্র: ঘটনার দিন একাধিকবার ফোন করেছিলেন সন্দীপ ঘোষ! আরজি কর কাণ্ডে এবার নজরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। দমদমের সিঁথির মোড়ের কাছে তাঁর বাড়িতে ও নার্সিংহোমে তল্লাশি চালাল সিবিআই। 

আরও পড়ুন:  RG Kar Incident| ED: আরজি কর দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি, সন্দীপ ঘনিষ্ঠ চন্দন-সহ একাধিক ব্যক্তির ঠিকানায় হানা

শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত। আরজি কর রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি। দলের অন্দরে শান্তনু সেনের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবেই পরিচিত  এই চিকিত্‍সক-বিধায়ক। আরজি করে তরুণী  চিকিত্‍সককে ধর্ষণ ও খুনের মামলায় সেই সুদীপ্তের বাড়ি, এমনকী, নার্সিংহোমেই হানা দিলেন সিবিআই আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে চলল তল্লাশি। কবে? আজ, বৃহস্পতিবার।

আরজি কর দুর্নীতি মামলায় এখন সিবিআইয়ের হেফাজতে সন্দীপ ঘোষ। তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন বেলেঘাটার বাড়ি থেকে আরজি করে যাওয়ার পথে একাধিক ব্যক্তিকে ফোন করেন হাসপাতালের তত্‍কালীন অধ্যক্ষ। যাঁদের ফোন করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন এই সুদীপ্ত। পরে ঘটনাস্থলেও গিয়েছিলেন তিনি। কেন? সন্দীপের সঙ্গে ফোনে কী কথা হয়েছিল তৃণমূলের বিধায়কের? জানতে চান সিবিআই আধিকারিকরা। 

আরও পড়ুন:  RG Kar Incident | Sanjoy Roy: লালারসেই লালসার দাগ! 'নরম' কোনও বস্তুতে মারণ কামড়, সঞ্জয়ের দাঁতচিহ্নেই রহস্যফাঁস?

এদিকে আরজি কর কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিলেন চিকিত্‍সক পলি সমাদ্দার। ৯ অগাস্ট হাসপাতালের ইমারজেন্সিতে ডিউটিতে ছিলেন তিনি। বাইরে তখন পড়ুয়াদের বিক্ষোভ চলছে। সেমিনার হলে গিয়ে নিহত চিকিত্‍সকে পরীক্ষার করেন পলি এবং দুপুর ১টা ৪৭ মিনিটে ডেথ সার্টিফিকেট দেন। সিবিআই সূত্রে খবর, সেদিন ঠিক কী ঘটেছিল? তা জানার জন্য আরজি করের ইর্মারজেন্সি মেডিক্যাল অফিসার পলিকে তলব করা হয়। নিহত চিকিত্‍সককে কেন ইমারজেন্সিতে কেন নিয়ে যাওয়া সম্ভব হল না? তাও জানতে চান তদন্তকারীরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.