close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

নারদা মামলায় এবার CBI-এর নজরে কলকাতা পুরসভার মেয়র

নারদা মামলায় এবার কলকাতা পুরসভারয় নজর সিবিআইয়ের 

Bikram Das | Updated: Jul 12, 2019, 12:41 PM IST
নারদা মামলায় এবার CBI-এর নজরে কলকাতা পুরসভার মেয়র

নিজস্ব প্রতিবেদন:  সিবিআই-এর নজরে এবার কলকাতা পুরসভার অন্দরমহল। নারদা মামলায় কলকাতা পুরসভার মেয়রকে চিঠি দিল সিবিআই। ২০১৪-২০১৯ পর্যন্ত পুরসভার ভিআইপি করিডরে  কারা দায়িত্বে থাকতেন, জানতে চাওয়া হয়। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়,  ৪ জনকে অবিলম্বে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। নারদা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। আজ তিন জন সিবিআই দফতরে হাজিরা দেন। 

নারদকাণ্ডের ভিডিয়োয় টাকা নিতে দেখা গিয়েছিল কলকাতা পুরসভার তত্কালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। পুরসভার অ্যান্টিচেম্বারে তোয়ালেতে জড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। অন্তত তেমনই দাবি, নারদা নিউজ ও বিজেপির। সেই ঘটনার তদন্তে এবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিল সিবিআই। মেয়রকে চিঠি পাঠিয়েছেন নারদকাণ্ডে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমার। 

স্পাইসজেট কর্মীর 'অস্বাভাবিক' মৃত্যুতে গাফিলতি প্রমাণ হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি ডিজিসিএ-র

চিঠিতে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা পুরসভার ভিআইপি করিডরের দায়িত্বে ছিলেন এমন ৪ জনকে জেরার জন্য পাঠাতে বলেছে সিবিআই। ওই সময়ের মধ্যে ভিআইপি করিডরে কাদের যাতায়াত ছিল তা জানতে চাইছেন তদন্তকারীরা। 

সূত্রের খবর, সিবিআইয়ের তলবে আজই নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দেবেন কলকাতা পুরসভার ২ আধিকারিক।