Banga Bibhushan: বিতর্কের মাঝেও বঙ্গভূষণ পুরস্কার বিতরণীতে চাঁদের হাট!
নজরুল মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
![Banga Bibhushan: বিতর্কের মাঝেও বঙ্গভূষণ পুরস্কার বিতরণীতে চাঁদের হাট! Banga Bibhushan: বিতর্কের মাঝেও বঙ্গভূষণ পুরস্কার বিতরণীতে চাঁদের হাট!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/25/383441-banerjeethth.jpg)
অয়ন ঘোষাল: আর কিছুক্ষণের অপেক্ষা। নজরুল মঞ্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। 'বঙ্গবিভূষণ' পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট! রাজ্য সরকারে 'বঙ্গবিভূষণ' সম্মান নিতে রাজি নন অর্মত্য সেন। তবে আরও নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিষেক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বিজ্ঞানী বিকাশ সিংহ অবশ্য এই সম্মান গ্রহণ করবেন।
বাংলা চলচ্চিত্রের বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য 'বঙ্গভূষণ' (Banga Bhushan) পাচ্ছেন অভিনেতা, সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev)। সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন তিনি নিজেই। এমনকী, মুখ্যমন্ত্রী থেকে আসা আমন্ত্রণপত্রও পোস্ট করেছেন। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে 'বঙ্গভূষণ' সম্মান দেওয়া হবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শরদবাদক দেবজ্যোতি বসু, গায়িকা কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল, শ্রীজাত, কুমার শানু, জুন মালিয়া, ইন্দ্রানী হালদার, সৃজিত মুখোপাধ্যায়কেও 'বঙ্গভূষণ' সম্মান প্রদান করা হবে।