ছন্দার ছবি

ছন্দা আছে। ছবিতে, কথায়, মনে। কাঞ্চনকন্যা ছন্দা গায়েনের স্মৃতিতে কাঞ্চনজঙ্ঘা অভিযানের দুর্লভ ছবি, ফটোগ্রাফ বন্দি হল ডিজিটাল  মাধ্যমে। সেই সব ছবি, ফটোগ্রাফের ডিভিডি প্রকাশ করল পর্বতারোহীদের গড়া সংগঠন শ্রীরামপুর অঙ্গন ছাড়িয়ে। কলকাতা জাদুঘরের আশুতোষ হলে ছন্দার স্মৃতিজাগানিয়া এই অনুষ্ঠানে ওদের সকলেরই মন ভারাক্রান্ত। ওরা মানে কাঞ্চনজঙ্ঘা জয়ী রাজীব ভট্টাচার্য, দীপঙ্কর ঘোষ। আলোচনায়, স্মরণে বারবার ঘুরেফিরে এল অদম্য সাহসী এক বঙ্গতনয়ার হার না মানা জেদের কাহিনি।

Updated By: Jul 20, 2014, 11:38 PM IST
ছন্দার ছবি

কলকাতা: ছন্দা আছে। ছবিতে, কথায়, মনে। কাঞ্চনকন্যা ছন্দা গায়েনের স্মৃতিতে কাঞ্চনজঙ্ঘা অভিযানের দুর্লভ ছবি, ফটোগ্রাফ বন্দি হল ডিজিটাল  মাধ্যমে। সেই সব ছবি, ফটোগ্রাফের ডিভিডি প্রকাশ করল পর্বতারোহীদের গড়া সংগঠন শ্রীরামপুর অঙ্গন ছাড়িয়ে। কলকাতা জাদুঘরের আশুতোষ হলে ছন্দার স্মৃতিজাগানিয়া এই অনুষ্ঠানে ওদের সকলেরই মন ভারাক্রান্ত। ওরা মানে কাঞ্চনজঙ্ঘা জয়ী রাজীব ভট্টাচার্য, দীপঙ্কর ঘোষ। আলোচনায়, স্মরণে বারবার ঘুরেফিরে এল অদম্য সাহসী এক বঙ্গতনয়ার হার না মানা জেদের কাহিনি।

এই সব দুর্লভ ছবির প্রদর্শনীও হবে শ্রীরামপুরে। আয়োজক অঙ্গন ছাড়িয়ে। চলতি বছরের আঠারোই মে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পা রাখেন ছন্দা গায়েন। সঙ্গী ছিলেন রাজীব ভট্টাচার্য, দীপঙ্কর ঘোষ, টুসি দাস। পরদিন থেকে আর কোনও খোঁজ মেলেনি হাওড়ার দাশনগরের দুঃসাহসী যুবতীর। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ জয়ের পর আরেকটি শৃঙ্গ ইয়ালুং কাং জয়ের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। বাকি সবাই বেসক্যাম্পে নেমে এলেও, দুই নেপালি শেরপাকে নিয়ে রওনা হয়েছিলেন ছন্দা। তারপর শুধুই মনখারাপের কাহিনী। তুষারধসে ছন্দাকে নিজের কোলে টেনে নেয় কাঞ্চনজঙ্ঘা।

 

.