আংশিকভাবে খুলল চ্যাটার্জি ইন্টারন্যাশানাল

ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন দিন পর আজ আংশিকভাবে খুলছে পার্ক স্ট্রিটের চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিং। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ১৫, ১৬ এবং ১৭ তলা আপাতত খুলছে না।১৪ তলা পর্যন্ত জলের ব্যবস্থা এবং বিদ্যুত্‍ সংযোগ চালু হয়েছে। আজ সকাল থেকে চ্যাটার্জি ইন্টারন্যাশনালের গেটে ভিড় করেছেন কর্মীরা।

Updated By: Sep 6, 2014, 11:01 AM IST
আংশিকভাবে খুলল চ্যাটার্জি ইন্টারন্যাশানাল

কলকাতা: ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন দিন পর আজ আংশিকভাবে খুলছে পার্ক স্ট্রিটের চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিং। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ১৫, ১৬ এবং ১৭ তলা আপাতত খুলছে না।১৪ তলা পর্যন্ত জলের ব্যবস্থা এবং বিদ্যুত্‍ সংযোগ চালু হয়েছে। আজ সকাল থেকে চ্যাটার্জি ইন্টারন্যাশনালের গেটে ভিড় করেছেন কর্মীরা।

তবে এখনও তাঁদের তাড়া করে বেড়াচ্ছে আগুনের আতঙ্ক। ১৫,১৬,১৭ বাদে বাকি সবকটি তলা খোলার ছাড়পত্র দিয়েছে দমকল। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ শহরের প্রাণ কেন্দ্র পার্কস্ট্রিটের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে। ১৭টি ইঞ্জিন গিয়ে টানা ৩ ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার পর থেকেই বন্ধ ছিল বহুতলের অফিস গুলি।

 

.