বিসি রায়ে ২৪ ঘণ্টায় ১১টি শিশুর মৃত্যু

ফের শিশুমৃত্যু মিছিল বিসি রায় হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যু হয়েছে ১১টি শিশুর। মৃত শিশুরা জগদ্দল, নাকাশিপাড়া, হাবড়া, কল্যাণী, সুন্দরবন এলাকার বাসিন্দা। দুটি শিশুকে আনা হয়েছিল উত্তর কলকাতার কাশীপুর এলাকা থেকে। মৃত শিশুদের বয়স ৩ দিন থেকে ৮ মাসের মধ্যে বলে জানিয়েছে হাসপাতাল।

Updated By: Sep 26, 2013, 07:14 PM IST

ফের শিশুমৃত্যু মিছিল বিসি রায় হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যু হয়েছে ১১টি শিশুর। মৃত শিশুরা জগদ্দল, নাকাশিপাড়া, হাবড়া, কল্যাণী, সুন্দরবন এলাকার বাসিন্দা। দুটি শিশুকে আনা হয়েছিল উত্তর কলকাতার কাশীপুর এলাকা থেকে। মৃত শিশুদের বয়স ৩ দিন থেকে ৮ মাসের মধ্যে বলে জানিয়েছে হাসপাতাল।
মূলত শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিশুগুলিকে আনা হয়েছিল। মৃত শিশুদের মধ্যে দু`জন ডেঙ্গি এবং এনসেফেলাইটিসে আক্রান্ত ছিল। নতুন করে শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দুই স্বাস্থ্যকর্তাকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার রাতেই হাসপাতালে যান তাঁরা। শিশু মৃত্যুর অস্বস্তি ঢাকতে একগুচ্ছ ব্যবস্থার কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর। ৪৮ ঘণ্টার মধ্যে ছয় শয্যার এমারজেন্সি অবজারভেশন ওয়ার্ড  তৈরি এবং অ্যানেক্স ওয়ার্ডের ৩৫টি বেডকে এসএনসিইউতে রূপান্তরিত করার জন্য বিসি রায় হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। জরুরীবিভাগে চাপ সামলাতে, বিশেষজ্ঞ চিকিতসক  ও নার্সদের নিয়ে একটি কুইক রেসপন্স টিম তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

.