Chingrighata Flyover ভেঙে নতুন উড়ালপুল, দ্বিতীয়বার দরপত্র ডাকল KMDA

মেট্রোপলিটন ক্রসিং থেকে শুরু করে চিংড়ি ঘাটা, বাইপাস,সেক্টর ফাইভ, মহিষবাথান হয়ে নিউটাউন পর্যন্ত তৈরি হবে প্রস্তাবিত উড়ালপুল।

Updated By: Aug 14, 2021, 12:07 AM IST
Chingrighata Flyover ভেঙে নতুন উড়ালপুল, দ্বিতীয়বার দরপত্র ডাকল KMDA

নিজস্ব প্রতিবেদন: চিংড়িঘাটা ফ্লাইওভার ত্রুটিপূর্ণ। সেটি ভেঙে সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ নতুন ফ্লাইওভার তৈরির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। উড়ালপুল নির্মাণের জন্য দরপত্র চাওয়া হয়েছিল। কিন্তু একটি মাত্র সংস্থাই তাতে অংশ নিয়েছে। ফলে দ্বিতীয়বার দরপত্র ডাকতে চলেছে কেএমডিএ।

মেট্রোপলিটন ক্রসিং থেকে শুরু করে চিংড়ি ঘাটা, বাইপাস,সেক্টর ফাইভ, মহিষবাথান হয়ে নিউটাউন পর্যন্ত তৈরি হবে প্রস্তাবিত উড়ালপুল। দীর্ঘ সাড়ে সাত কিলোমিটার উড়ালপুলের জন্য খরচ পড়বে ৫৯৮ কোটি টাকা।

উড়ালপুলের সামান্য কিছু অংশ জলাভূমির উপর দিয়ে যাবে। সেজন্য ইতিমধ্যেই পরিবেশের ছাড়পত্র নেওয়া হয়েছে। প্রথমবার দরপত্র ডাকার পর শুধুমাত্র লারসেন অ্যান্ড টুব্রো অংশ নিয়েছে। নিয়ম অনুযায়ী, অন্তত তিনটি সংস্থা যোগ না দিলে দরপত্র প্রক্রিয়া বাতিল হয়ে যায়। ফলে দ্বিতীয়বারের জন্য দরপত্র ডাকতে চলেছে কেএমডিএ।

আরও পড়ুন- CPM: কেন্দ্রীয় কমিটিতে বাংলার 'পঞ্চপাণ্ডব'! ঘুরে দাঁড়াতে নবীন-পথ ধরছে আলিমুদ্দিন

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.