দুর্গার সঙ্গে গেইলের 'যুদ্ধ', বিবেকানন্দ স্পোর্টিংয়ে অসুর হবে গেইলের আদলে

Updated By: Sep 11, 2015, 07:10 PM IST
দুর্গার সঙ্গে গেইলের 'যুদ্ধ', বিবেকানন্দ স্পোর্টিংয়ে অসুর হবে গেইলের আদলে

কুমারটুলি: ঠ্যালার নাম গেইলজি! বড় বড় ছক্কায় এত মাতিয়েছেন বাঙালিকে, যে এবার বাঙালি ঠিক করেছে দেবী দুর্গার আরাধনায় পূজিত হবেন ক্যারাবিয়ান তারকা ক্রিস গেইল। তাজ্জুব হলেও এটাই সত্যি। 'বড় সত্যি'।

বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে দেবী দুর্গার সঙ্গে থাকবেন ক্রিস গেইল। কুমারটুলির প্রখ্যাত প্রতিমা শিল্পী মিন্টু পালের কাছে নাকি স্পোর্টিং ক্লাবের দাবি ছিল, অসুর হবে ক্রিকেটার ক্রিস গেইলের আদলে। নাছোড়বান্দা আবদারের কাছে শিল্পীরও কিছু করার নেই। অবশেষে খড় মাটি দিয়ে তৈরি হচ্ছে অসুর ক্রিস গেইল।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে কার্যত ধুয়ে দিয়েছিলেন প্রাক্তন নাইট। ইডেনে গেইল ঝড়ে উড়ে গিয়েছিল কেকেআর। কোনও বোলারই ধোপে টেকেনি গেইলের ব্যাটের সামনে। ক্রিজে বল পড়ার পর তা সোজা মাঠের বাইরে নয়ত গ্যালারিতে। এবার কি গেইলের সেই ঝাঁঝ মেটাতেই গেইল বধ হবে দেবী দুর্গার হাতে? নিছক মজা হলেও গেইলের দানবীয় ব্যাটিং দেখেই এই ভাবনা এসেছে বিবেকানন্দ স্পোর্টিংয়ের। তবে গেইল যে কলকাতার খুব প্রিয় আর সেই জন্যেই দেবী আরাধনার সঙ্গে পূজা হবে তাঁরও, এককথা বলাই বাহুল্য।    

একগাল দাড়ি। লম্বা চুল আর বিশালাকার দেহ। এরপর হবে রঙ। তারপর অঙ্গসজ্জা। পুজোর নানান চমকের মধ্যে অসুর ক্রিস গেইলের চমক দর্শকদের বেশ নজর করবে বলেই, আশা রাখছেন শিল্পী মিন্টু পাল।   

.