ভুয়ো ডাক্তার কাণ্ডে বেলভিউয়ের CEO প্রদীপ ট্যান্ডনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল CID

কলকাতায় ভুয়ো ডাক্তার কাণ্ডে এবার বেলভিউয়ের CEO প্রদীপ ট্যান্ডনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল CID । গতকালই কলকাতায় সুরেশ সরকার স্ট্রিটের চেম্বার থেকে গ্রেফতার হয় ভুয়ো ডাক্তার নরেন পাণ্ডে। বেলভিউ সহ একাধিক হাসপাতালের সঙ্গে যুক্ত তিনি। চেম্বারের পাশেই বানিয়ে বসেছিলেন প্যাথলজি সেন্টারও। তাঁর চেম্বার থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল শংসাপত্র। নিজেকে নামী স্কিন স্পেশালিস্ট বলে দাবি করেন নরেন পাণ্ডে। রোগীদের থেকে ১ হাজার টাকা ভিজিট নিতেন তিনি। ডাক্তারি ডিগ্রি না থাকলেও অ্যালোপ্যাথি ওষুধ পর্যন্ত প্রেসক্রাইব করতেন। তাঁর সমস্ত ভুয়ো কাগজপত্র, ভুয়ো শংসাপত্র, প্রচুর ওষুধ বাজেয়াপ্ত করেছে সিআইডি । ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে বেলভিউ । 

Updated By: May 27, 2017, 02:36 PM IST
ভুয়ো ডাক্তার কাণ্ডে বেলভিউয়ের CEO প্রদীপ ট্যান্ডনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল CID

ওয়েব ডেস্ক: কলকাতায় ভুয়ো ডাক্তার কাণ্ডে এবার বেলভিউয়ের CEO প্রদীপ ট্যান্ডনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল CID । গতকালই কলকাতায় সুরেশ সরকার স্ট্রিটের চেম্বার থেকে গ্রেফতার হয় ভুয়ো ডাক্তার নরেন পাণ্ডে। বেলভিউ সহ একাধিক হাসপাতালের সঙ্গে যুক্ত তিনি। চেম্বারের পাশেই বানিয়ে বসেছিলেন প্যাথলজি সেন্টারও। তাঁর চেম্বার থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল শংসাপত্র। নিজেকে নামী স্কিন স্পেশালিস্ট বলে দাবি করেন নরেন পাণ্ডে। রোগীদের থেকে ১ হাজার টাকা ভিজিট নিতেন তিনি। ডাক্তারি ডিগ্রি না থাকলেও অ্যালোপ্যাথি ওষুধ পর্যন্ত প্রেসক্রাইব করতেন। তাঁর সমস্ত ভুয়ো কাগজপত্র, ভুয়ো শংসাপত্র, প্রচুর ওষুধ বাজেয়াপ্ত করেছে সিআইডি । ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে বেলভিউ । 

.