গন্ডগোল করার সুযোগ দিই, হিংসায় বিজেপি-যোগের কথা কার্যত স্বীকার দিলীপের
ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের।
নিজস্ব প্রতিবেদন: বিতর্কিত মন্তব্য করেই ইদানীং সংবাদ শিরোনামে থাকেন দিলীপ ঘোষ। বছর শেষেও দিলীপ রয়েছেন দিলীপেই। শুক্রবার রাজনৈতিক হিংসায় কার্যত উস্কানি দিয়ে জানালেন, ঝামেলা না হলে রাজনীতি হয় নাকি! এটাই তো বাংলার রাজনীতি।
এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলন নিয়ে উত্তাল হয়েছিল বাংলার একাধিক জায়গা। সেই নিয়েই এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাফ কথা, ঝামেলা না হলে রাজনীতি হয় নাকি! হয় ওরা করবে না হয় আমরা কর। সব কিছু চলতেই থাকবে। এটাই বাংলার রাজনীতি। এমনকি তাঁর দলও যে হিংসা ছড়ায় তা কার্যত স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষ। বলেন,''আপনাদেরও তো খবর চাই সেজন্য গন্ডগোল করার সুযোগ দিই''।
আটকে থাকা পুরভোট নিয়েও শাসক দলকে বিঁধেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,''এই সরকার নির্বাচনে যেতে ভয় পাচ্ছে। এক বছর পুরভোট আটকে রেখেছে। ওদের আত্মবিশ্বাস নেই। মানুষ সরকারি পরিষেবা পাচ্ছেন না। আমরা জানি বাংলায় ঝুটঝামেলা ছাড়া নির্বাচন হয় না। আমরাও মারপিটের জন্য প্রস্তুত আছি।''
বৃহস্পতিবার নাগরিকপঞ্জি নিয়ে খানিকটা ভোলবদল করে দিলীপ ঘোষ দাবি করেছিলেন, ''NRC বিজেপি করেনি। আমরা পশ্চিমবঙ্গে এটা চাই। অসমের এনআরসি-র সঙ্গে বিজেপির যোগ নেই। রাজীব গান্ধী বলেছিলেন, কিন্তু উনি কার্যকর করেননি। আদালতের নির্দেশে সেখানে এনআরসি করা হয়েছে। ওখানে ভুলভ্রান্তি আছে আমরাও স্বীকার করি। ভারতবর্ষে এনআরসি হবে। আগে নাগরিকত্ব সংশোধনী বিলে সবাই নাগরিকত্ব পাবেন। ভবিষ্যতে কী হবে দেখা যাবে।''
আরও পড়ুুন- CAA নিয়ে মমতা-দিলীপের মধ্যে চিড়েচ্যাপ্টায় শুধু কংগ্রেস নয়, ২০টি দলের জোটে CPM