কিছু রাজনৈতিক দল সম্প্রীতি নষ্ট করতে অশান্তি ও দাঙ্গার চেষ্টা করছে: মমতা

রাজ্যবাসীকে শান্তি ধরে রাখার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Dec 14, 2019, 09:01 PM IST
কিছু রাজনৈতিক দল সম্প্রীতি নষ্ট করতে অশান্তি ও দাঙ্গার চেষ্টা করছে: মমতা

নিজস্ব প্রতিবেদন: আরও একবার রাজ্যবাসীকে শান্তির বজায় রাখার আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বা এআইএমআইএমের নাম না করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কিছু রাজনৈতিক দল সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে রাজ্যজুড়ে অশান্তির আবহ ও দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। 

মমতার বার্তা, সকল রাজ্যবাসীর কাছে আমি আবার অনুরোধ করছি, কোনওভাবেই কোনওরকম হিংসাত্মক কাজকর্মে লিপ্ত হবেন না। রাজ্যজুড়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখুন। মনে রাখবেন পুলিশ থানা, রেল স্টেশন, বিমানবন্দর, পোস্ট অফিস, সরকারী দফতর, পরিবহণব্যবস্থা - সব কিছুই জনগণের সম্পত্তি। সরকারি ও বেসরকারি,  যে কোনও ধরনের সম্পত্তির কোনওরকম ক্ষতি হলে তা রাজ্য সরকার কোনওমতেই বরদাস্ত করবে না। আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''রাজ্য সরকার নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি-র  বিরুদ্ধে। এর পাশাপাশি সমস্ত রকম দাঙ্গা-হাঙ্গামা ও শান্তি নষ্ট করার যাবতীয় প্রচেষ্টারও ঘোর বিরোধী। আমরা নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি-র বিরুদ্ধে যাবতীয় বিরোধিতা করতে চাই কেবলমাত্র গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে। কিছু রাজনৈতিক দল সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে রাজ্যজুড়ে অশান্তির আবহ ও দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। আমি সকলকে অনুরোধ করছি, তাদের এই অসাধু উদ্দেশ্যে কর্ণপাত না করতে। সকল রাজ্যবাসীর কাছে আমার  সনির্বন্ধ অনুরোধ যে সবাই  শান্তি এবং সম্প্রীতি বজায় রাখুন।''

রাজ্যপাল জগদীপ ধনখড়ের বার্তা,''পশ্চিমবঙ্গের সবাইকে বিশেষ করে সরকারকে আমার আবেদন, অতীতে কী হয়েছে ভুলে গিয়ে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সেটা যদি না পারেন, পশ্চিমবঙ্গের শিক্ষা-সংস্কৃতির প্রতি অবমাননা করা হবে। যারা বিশৃঙ্খলা করছে তাদের ধরুন, অপরাধীদের চিহ্নিত করুন। সরকারকে আরও সক্রিয় হতে হবে। রাজনীতি করবেন না।''

আরও পড়ুন- কৃষ্ণপুরে দাউ দাউ করে জ্বলছে ৪টি ট্রেন,লালগোলা স্টেশনে আগুন,সাঁকরাইলে ভাঙচুর

.