Durga Puja 2022: প্রতিমা নিরঞ্জনে দু'পক্ষের হাতাহাতি! তুমুল উত্তেজনা জাজেস ঘাটে
গঙ্গার ঘাটে একে অপরকে কিল,চড়, ঘুষি, সঙ্গে আশ্রাব্য গালিগালাজ! পুলিস গিয়ে কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে, প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাবুঘাটেও।
রণয় তিওয়ারি: কার প্রতিমা আগে নিয়ে যাওয়া হবে? বিসর্জনে এসে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দু'টি ক্লাবের পুজো উদ্যোক্তারা। সঙ্গে আশ্রাব্য গালিগালাজ! ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল জাজেস ঘাটে।
৪ দিনের উৎসব শেষ। আজ বিজয়া দশমী। উমার এবার ঘরে ফেরার পালা। আকাশে, বাতাসে বিষাদ সুর। সকাল থেকে কলকাতা ও হাওড়ায় গঙ্গার ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। অপেক্ষাকৃত অপরিসর জাজেট ঘাটেও বিসর্জন হচ্ছে বিভিন্ন ক্লাব, আবাসন ও বাড়ির প্রতিমার। আর তাতেই ঘটল বিপত্তি।
তখন ঘাট পরিস্কার করছিলেন পুরসভার কর্মীরা। এদিন সন্ধ্য়ায় কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় জাজেট ঘাটের গেট। এরপর যখন গেট খোলা হয়, ততক্ষণে চলে এসেছে অনেকগুলি প্রতিমা। কার প্রতিমা আগে নিয়ে যাওয়া হবে গঙ্গা ঘাটে? তা নিয়েই প্রথমে দু'টি ক্লাবের সদস্যদের মধ্যে বচসা শুরু হয়। শুধু তাই নয়, গঙ্গার ঘাটে পৌঁছানোর পর রীতিমতো হাতাহাতি জড়িয়ে পড়েন তাঁরা। কিল-চড়-ঘুষি, বাদ যায়নি কিছুই! শেষপর্যন্ত পুলিস গিয়ে কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: Durga Puja 2022: বিসর্জনের সময় নিয়ন্ত্রণ হারাল পুরসভার পে-লোডার! বাবুঘাটে আহত বেশ কয়েকজন
এর আগে, দুপুরে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাবুঘাটে। কেন? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতা পুরসভার একটি পে-লোডার নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে নীচ পর্যন্ত নেমে আসে। ঘাটে তখন দাঁড়িয়েছিলেন বহু মানুষ। বেশ কয়েক জনকে ধাক্কা মারে পে-লোডারটি। কীভাবে এমন ঘটনা ঘটল? প্রতিমা নিরঞ্জনের জন্য় যাঁরা বাবুঘাটে এসেছিলেন, ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এমনকী, চালককে গাড়ি থেকে নামিয়ে মারধরও করা হয় বলে অভিযোগ। কর্তব্য়রত পুরকর্মীদের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছয় পুলিস। পে-লোডারের চালককে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
পড়ুন- বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা