গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বঙ্গীয় সাহিত্য পরিষত্
দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে উঠল বঙ্গীয় সাহিত্য পরিষত্। অভিযোগ উঠেছে রবিবার বার্ষিক সাধারণ সভায় কয়েকজন সদস্যকে ঢুকতে বাধা দেওয়া হয়। তাঁরা জোর করে সভায় ঢুকতে গেলে তাঁদের বাধা দেয় পরিষত্- এর কর্মচারীরা।
দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে উঠল বঙ্গীয় সাহিত্য পরিষত্। অভিযোগ উঠেছে রবিবার বার্ষিক সাধারণ সভায় কয়েকজন সদস্যকে ঢুকতে বাধা দেওয়া হয়। তাঁরা জোর করে সভায় ঢুকতে গেলে তাঁদের বাধা দেয় পরিষত্- এর কর্মচারীরা। ঘটনা সামাল দিতে এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়। বিবাদের মধ্যেই সভার কাজ শেষ হয়। এর বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সদস্যদের একাংশ।
বঙ্গীয় সাহিত্য পরিষত্ নিয়ে কয়েকমাস ধরেই টানা পোড়েন চলছে। এমনকি প্রতিষ্ঠানের সম্পাদক স্বপন বসু আন্তর্জাতিক বই পাচার চক্রের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিশন বসিয়েছে রাজ্য সরকার। সরকারি সাহায্যও বন্ধ করে দেওয়া হয়েছে। এরমধ্যেই বার্ষিক সাধারণ সভায় সদস্যদের একাংশকে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই অভিযোগের তির স্বপন বসুর দিকেই। অন্যদিকে স্বপন বসুর অভিযোগ, কারিগরী শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের মদতেই ইচ্ছাকৃত ঝামেলা চালাচ্ছেন কয়েকজন।