স্বাস্থ্য পরিষেবা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার জেরে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে প্রশাসন। আজ দুপুর একটায় মহাকরণে একটি উচ্চপর্যায়ের বৈঠকে করেন মুখ্যমন্ত্রী।

Updated By: Dec 5, 2011, 03:07 PM IST

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার জেরে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে প্রশাসন। আজ দুপুর একটায় মহাকরণে একটি উচ্চপর্যায়ের বৈঠকে করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মূলতঃ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোগত উন্নতির বিষয়টি নিয়েই আলোচনা করা হয়। আলোচনা হয়েছে, হেলথ অ্যাকশন প্ল্যান কার্যকর করার পদ্ধতিগত বিষয় নিয়েও। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব সহ সবকটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা। স্বাস্থ্য দযফতরের বিভিন্ন বিভাগের কর্তাব্যক্তিরাও হাজির ছিলেন উচ্চপর্যায়ের এই বৈঠকে।
সাম্প্রতিক কালে শিশুমৃত্যু-সহ বেশ কিছু ঘটনায় রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা সামনে এসেছে। বিরোধীদের তরফে এ নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিজের হাতে স্বাস্থ্য দফতর রাখার সিদ্ধান্তের বিরোধিতা করে পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রীর দাবি তুলেছে শরিক দল কংগ্রেসও।

.