রেভ পার্টিতে জোগানের জন্য ব্রাজিল থেকে বিমানে কোকেন এল কলকাতায়

বিপুল পরিমাণ কোকেন উদ্ধার হল শহরে। গতকাল গভীর রাতে সল্টলেকের গেস্ট হাউস থেকে দক্ষিণ আফ্রিকার এক মহিলাকে গ্রেফতার করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। ধৃতের নাম গোভিন্দর সাবিত্রী। তার কাছ থেকে প্রায় চার কেজি কোকেন উদ্ধার হয়। বাজারে যার দাম অন্তত পাঁচ কোটি টাকা। শহরের বিভিন্ন প্রান্তের রেভ পার্টিতে সরবরাহের জন্যই কোকেন আনা হয় বলে জানতে পেরেছে পুলিস।

Updated By: Sep 9, 2015, 01:42 PM IST
রেভ পার্টিতে জোগানের জন্য ব্রাজিল থেকে বিমানে কোকেন এল কলকাতায়

ওয়েব ডেস্ক: বিপুল পরিমাণ কোকেন উদ্ধার হল শহরে। গতকাল গভীর রাতে সল্টলেকের গেস্ট হাউস থেকে দক্ষিণ আফ্রিকার এক মহিলাকে গ্রেফতার করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। ধৃতের নাম গোভিন্দর সাবিত্রী। তার কাছ থেকে প্রায় চার কেজি কোকেন উদ্ধার হয়। বাজারে যার দাম অন্তত পাঁচ কোটি টাকা। শহরের বিভিন্ন প্রান্তের রেভ পার্টিতে সরবরাহের জন্যই কোকেন আনা হয় বলে জানতে পেরেছে পুলিস।

ব্রাজিল থেকে কোকেন নিয়ে এমিরেটসের বিমানে কলকাতায় পৌছন গোভিন্দর। সল্টলেকের গেস্ট হাউসেই কোকেন হাতবদল হওয়ার কথা ছিল। খবর পেয়ে হানা দেয় পুলিস। এর আগে শহরে এত বেশি পরিমাণ কোকেন উদ্ধার হয়নি। কীভাবে নিরাপত্তার ফাঁক গলে বিমানে চার কেজি কোকেন নিয়ে চলে এলেন গোভিন্দর, তা নিয়ে প্রশ্ন উঠছে।

.