আজ কলকাতায় ১১ ডিগ্রি
জাঁকিয়ে পড়েছে শীত। আজ মরসুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম।
জাঁকিয়ে পড়েছে শীত। আজ মরসুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম। সকাল থেকেই কনকনে হাওয়া। কুঁকড়ে গেছে কলকাতা। রাস্তায় ইতি-উতি আগুন পোহানোর ছবি। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে প্রবল শৈত্যপ্রবাহের জন্য একধাক্কায় শীত অনেকটাই নেমে এসেছে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের অবনতির জন্য, ওই রাজ্যগুলি থেকে কনকনে ঠাণ্ডা হাওয়া ঢুকছে এ রাজ্যে। আর সে কারণেই জাঁকিয়ে শীত।
তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। শীত যতই বাড়ছে, ততই চিড়িয়াখানা কিংবা ময়দানে ভিড় বাড়ছে। নরম রোদ গায়ে মেখে শীত উপভোগ করছেন সকলে। সপ্তাহের মাঝামাঝি হওয়া সত্বেও সেই ছবি ছিল বুধবারও।