রেকর্ড ব্রেকিং শীতে কাঁপছে কলকাতা

উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে ক্রমশ জাঁকিয়ে বসছে শীত। গত দশবছরের রেকর্ড ভেঙে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল দশ ডিগ্রি সেলসিয়াসে।

Updated By: Dec 27, 2012, 09:04 AM IST

উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে ক্রমশ জাঁকিয়ে বসছে শীত। গত দশবছরের রেকর্ড ভেঙে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল দশ ডিগ্রি সেলসিয়াসে।
উত্তুরে হাওয়ার দাপটে আগামিদিনে আরও জাঁকিয়ে শীত পড়তে পারে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানে শুরু হয়ে গিয়েছে শৈত্যপ্রবাহ। ঠান্ডায় আসানসোলে চারজনের মৃত্যু হয়েছে।

.