৩১ জানুয়ারির মধ্যে রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভোট প্রক্রিয়া শেষের নির্দেশ

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে নির্দেশিকা জারি করল উচ্চ শিক্ষা দফতর। নির্দেশিকায় একটি বিশ্ববিদ্যালয় ও তার অন্তর্গত কলেজগুলিতে একদিনে ভোট করার সুপারিশ করা হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যের সব কটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভোট প্রক্রিয়া শেষ করার কথা জানানো হয়েছে ওই নির্দেশিকায়।

Updated By: Sep 26, 2013, 11:16 AM IST

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে নির্দেশিকা জারি করল উচ্চ শিক্ষা দফতর। নির্দেশিকায় একটি বিশ্ববিদ্যালয় ও তার অন্তর্গত কলেজগুলিতে একদিনে ভোট করার সুপারিশ করা হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যের সব কটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভোট প্রক্রিয়া শেষ করার কথা জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
কলেজ নির্বাচনে হিংসার জেরে রাজ্য জুড়ে ছাত্র সংসদের ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল উচ্চ শিক্ষা দফতর। পুজোর পর নতুন নিয়মে কলেজগুলিতে নির্বাচন হবে বলে কিছুদিন আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। অবশেষে বুধবার সেই নতুন নির্দেশিকা জারি হল উচ্চ শিক্ষা দফতরের ওয়েবসাইটে।
 
নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমানে পরিস্থিতি পাল্টানোয় স্বাভাবিক নিয়মে ছাত্র সংসদ নির্বাচন করা যেতে পারে। তবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একটি বিশ্ববিদ্যালয় এবং তার অন্তর্গত কলেজগুলিতে একদিনে নির্বাচন করার সুপারিশ হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রস্তাব পাওয়ার পর ভোটের দিন ঠিক করবে প্রশাসন। জেলাগুলির ক্ষেত্রে ভোটের দিন ঠিক করবেন জেলাশাসক। কমিশনারেট এলাকায় সেই কাজ করবেন সংশ্লিষ্ট পুলিস কমিশনার।
 
বিশেষ ক্ষেত্রে একদিনে ভোট করা না গেলে, কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিন স্থির করার ক্ষেত্রে পরামর্শ দেবে প্রশাসন। তবে সব ক্ষেত্রেই ৩১ জানুয়ারির মধ্যে ছাত্র সংসদ নির্বাচন শেষ করতে হবে।
 
ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা দখলের রাজনীতির জেরে অশান্ত হয়ে ওঠে গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজ চত্বর। গুলিতে পুলিশকর্মী তাপস চৌধুরীর মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। এরপর গত ১৮ ফেব্রুয়ারি উচ্চশিক্ষা দফতর ছয় মাসের জন্য রাজ্যের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দেয়। নির্দেশ ঘিরে তৈরি হয় বিতর্ক। নির্বাচনের দাবিতে সরব হয় বিভিন্ন ছাত্র সংগঠন। দাবি ওঠে বিভিন্ন মহল থেকেও। অবশেষে ছাত্র সংসদ নির্বাচনের  নির্দেশিকা প্রকাশ করে সেই বিতর্কে ইতি টানল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
 

.