উপনির্বাচন- চৌরঙ্গিতে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক, বসিরহাটে অসিত মজুমদার

দীর্ঘ টানাপোড়েনের পর চৌরঙ্গি ও বসিরহাট উপনির্বাচনে প্রার্থীর নাম চূড়ান্ত করল কংগ্রেস। বসিরহাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন কংগ্রেসের বর্ষীয়াণ নেতা অসিত মজুমদার। অন্যদিকে চৌরঙ্গি কেন্দ্রের প্রার্থী হচ্ছেন কাউন্সিলর সন্তোষ পাঠক।  আগামী ১৩ সেপ্টেম্বর রাজ্যে এই দুটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই উপনির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ১৬ সেপ্টেম্বর।

Updated By: Aug 25, 2014, 09:58 AM IST
উপনির্বাচন- চৌরঙ্গিতে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক, বসিরহাটে অসিত মজুমদার

ওয়েব ডেস্ক: দীর্ঘ টানাপোড়েনের পর চৌরঙ্গি ও বসিরহাট উপনির্বাচনে প্রার্থীর নাম চূড়ান্ত করল কংগ্রেস। বসিরহাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন কংগ্রেসের বর্ষীয়াণ নেতা অসিত মজুমদার। অন্যদিকে চৌরঙ্গি কেন্দ্রের প্রার্থী হচ্ছেন কাউন্সিলর সন্তোষ পাঠক।  আগামী ১৩ সেপ্টেম্বর রাজ্যে এই দুটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই উপনির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ১৬ সেপ্টেম্বর।
 
চৌরঙ্গি কেন্দ্রে প্রায় ৪০ শতাংশ হিন্দিভাষী ভোটার রয়েছেন। মূলত সেই ভোটের লক্ষ্যেই সন্তোষ পাঠককে প্রার্থী করলেন অধীর চৌধুরী। অন্যদিকে, ২০১১ বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে ২৮ শতাংশ ভোট পেয়েছিলেন অসিত মাল।

যদিও গত লোকসভা নির্বাচনের নিরিখে বসিরহাট কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ৩০ হাজার ভোটে। দক্ষিণবঙ্গে লোকসভা নির্বাচনে ভরাড়ুবির মাঝেও চৌরঙ্গিতেও এগিয়েছিল কংগ্রেস। ফলে এবারের উপনির্বাচনে চতুর্মুখী লড়াইয়ে ভোটের ফল কোনদিকে যায় তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

চৌরঙ্গি কেন্দ্রে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট প্রার্থী ফৈয়াজ আহমেদ খান। বসিরহাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফুটবলার দীপেন্দু বিশ্বাস, বামফ্রন্টের প্রার্থী মৃণাল চক্রবর্তী।

শিখা মিত্র বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় চৌরঙ্গি কেন্দ্রে উপনিনর্বাচন হচ্ছে। অন্যদিকে, বামফ্রন্টের বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায় প্রয়াত হওয়ায় বসিরহাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

.