নবান্নে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসছে বাসমালিক সংগঠনগুলি

বাসভাড়া নিয়ে আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসছে বাসমালিক সংগঠনগুলি। ভাড়া বৃদ্ধির বিষয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। প্রায় একবছর ধরে ভাড়া বাড়ানো নিয়ে বাসমালিক সংগঠনের সঙ্গে টানাপোড়েন চলছে রাজ্য সরকারের।  বাসমালিকদের দাবি, ডিজেল ও যন্ত্রাংশের দাম বাড়ছে। তাই ভাড়াও বাড়াতে হবে।

Updated By: Aug 25, 2014, 08:21 AM IST
নবান্নে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসছে বাসমালিক সংগঠনগুলি

ওয়েব ডেস্ক: বাসভাড়া নিয়ে আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসছে বাসমালিক সংগঠনগুলি। ভাড়া বৃদ্ধির বিষয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। প্রায় একবছর ধরে ভাড়া বাড়ানো নিয়ে বাসমালিক সংগঠনের সঙ্গে টানাপোড়েন চলছে রাজ্য সরকারের।  বাসমালিকদের দাবি, ডিজেল ও যন্ত্রাংশের দাম বাড়ছে। তাই ভাড়াও বাড়াতে হবে।

কয়েকদিন আগেই ধর্মঘটে নামার কথা ঘোষণা করেছিলেন বাস মালিক সংগঠনের নেতারা। তখন তাঁদের  তৃণমূল ভবনে ডেকে কথা বলেন মুকুল রায়। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন সিঙ্গাপুর সফরে। মুখ্যমন্ত্রী ফিরলে বাসভাড়া নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন মুকুল রায়। এরপরেই ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বাসমালিক সংগঠনগুলি। তারপর আজকের বৈঠকে কী সিদ্ধান্ত হয় এখন সেটাই দেখার।

.