সারদাকাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

সারদাকাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে রানি রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশ করল চিটফান্ড সাফারার ইউনিট সহ ছ`টি সংগঠন। একই দাবিতে পার্ক স্ট্রিট থানা ও ডিসি সাউথের দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন যুব কংগ্রেস কর্মীরা।

Updated By: Dec 27, 2013, 08:35 PM IST

সারদাকাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে রানি রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশ করল চিটফান্ড সাফারার ইউনিট সহ ছ`টি সংগঠন। একই দাবিতে পার্ক স্ট্রিট থানা ও ডিসি সাউথের দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন যুব কংগ্রেস কর্মীরা।

সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্তের দাবি। রানি রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশ করল চিটফান্ড সাফারার ইউনিট সহ ছটি সংগঠন। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকারের টালবাহানার জেরে বেহাত হতে বসেছে সারদার সম্পত্তি।

বৈদ্যুতিন মাধ্যমের করা প্রতারণার অভিযোগে বৃহস্পতিবারই কুণাল ঘোষকে বারোদিনের হেফাজতে নিয়েছে পার্ক স্ট্রিট থানা। শুক্রবার সেখাই যুব কংগ্রেসের বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, কুণাল ঘোষকে গ্রেফতার করে সারদাকাণ্ডে রাঘব বোয়ালদের আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সিবিআই তদন্তের দাবি।

পার্ক স্টিট থানা থেকে বিক্ষোভ সরে যায় ডিসি সাউথের দফতরের সামনে। সেখানে দশ মিনিটের জন্য পথ অবরোধ করেন যুব কংগ্রেস কর্মীরা।

.