৪৫ মিনিটের বক্তৃতায় কাজের খতিয়ান তুলে মমতাস সরকারে কৃতিত্ব বোঝানোর চেষ্টা পার্থর

তিরিশ মাসে কী কী করেছে শিল্প দফতর? প্রায় ৪৫ মিনিটের বক্তৃতায় নিজের দফতরের কাজের খতিয়ান তুলে ধরলেন প্রাক্তন শিল্পমন্ত্রী। তিনি ব্যর্থ নন। এটা বোঝাতে শিল্প বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানকেই পার্থ বাবু বেছে নিলেন বলে মনে করছে শিল্পমহল।

Updated By: Dec 27, 2013, 08:28 PM IST

তিরিশ মাসে কী কী করেছে শিল্প দফতর? প্রায় ৪৫ মিনিটের বক্তৃতায় নিজের দফতরের কাজের খতিয়ান তুলে ধরলেন প্রাক্তন শিল্পমন্ত্রী। তিনি ব্যর্থ নন। এটা বোঝাতে শিল্প বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানকেই পার্থ বাবু বেছে নিলেন বলে মনে করছে শিল্পমহল।

ফি বছর বণিক সভার বিএনসিসি- র এই শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করেন রাজ্যের শিল্পমন্ত্রী। মন্ত্রীসভার রদবদলের পর তাই কানাঘুষো চলছিলই। কে আসবেন। প্রাক্তন না বর্তমান। কিন্তু উদ্বোধনে শেষপর্যন্ত দেখা গেল প্রাক্তন শিল্পমন্ত্রীকে। তিরিশ মাসে তাঁর দফতর কি কি করেছে খুঁটিনাটি সব তথ্য দিলেন পার্থ চট্টোপাধ্যায়।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘ সূত্রিতার কারণেই পার্থবাবুর আমলে রাজ্যে একাধিক শিল্প প্রকল্প বাস্তবের মুখ দেখেনি। প্রাক্তন শিল্পমন্ত্রীর গলায় কিন্তু শোনা গেল অন্য কথা। তার দফতর পাস করে দিলেও অন্য দফতরের লালফিতের গেরোয় বেশ কিছু প্রকল্প যে আটকে গেছে তা উঠে এল পার্থবাবুর বক্তব্যে।

.