উত্তরের ৪ জেলায় ৮০%, পুরুলিয়ায় ১০০% আসন দাবি করে জোটে চাপ বাড়াচ্ছে Congress
২০১৯ সালে লোকসভা ভোটে কথাবার্তা অনেকখানি এগোয়। তবে রায়গঞ্জ, মুর্শিদাবাদের মতো আসন নিয়ে কংগ্রেস গোঁ ধরায় ভেস্তে যায় জোটপ্রক্রিয়া।
নিজস্ব প্রতিবেদন: বাম-কংগ্রেস জোট ঘোষণার আগে আরও একবার জট। জোটের মুখ হিসেবে অধীরের নাম ভাসিয়ে দিচ্ছে কংগ্রেসের একাংশ। মালদা, মুর্শিদাবাদের মতো বেশ কয়েকটি জেলায় ৮০ শতাংশেরও বেশি আসন চাইছে তারা। আনুষ্ঠানিক জোট-ঘোষণার আগে কংগ্রেসের এই চাপ বাড়ানোর কৌশলে বেশ অসন্তুষ্ট আলিমুদ্দিন।
পলিটব্যুরো আগেই সবুজ সংকেত দিয়েছে। সম্মতি দিয়েছে হাইকম্যান্ডও। তবু জোট-ঘোষণার আগেই জট! কী সেই জট? জোটের মুখ হিসেবে অধীর চৌধুরীর নাম ভাসিয়ে দিচ্ছে কংগ্রেসের একাংশ। মালদহ, মুর্শিদাবাদ, দুই দিনাজপুরের মতো কয়েকটি জেলায় ৮০ শতাংশের বেশি আসন দাবি করা হচ্ছে। এমনকি পুরুলিয়ায় ১০০ শতাংশ আসন দাবি করছে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, চূড়ান্ত আলোচনার আগেই জোটের মুখ হিসেবে এভাবে কারও নাম ভাসিয়ে দেওয়া কংগ্রেসের চাপ বাড়ানোর কৌশল। একাধিক জেলার সিংহভাগ আসন দাবি করে দর কষাকষিতে সুবিধাজনক জায়গায় থাকতে চাইছেন প্রদীপ ভট্টাচার্য, মনোজ চক্রবর্তীরা।
কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন,'মুর্শিদাবাদ ও মালদহ শক্তিশালী ঘাঁটি। সুতরাং বেশি আসন চাইতেই পারি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।' কংগ্রেসের এমন 'আবদার' নিয়ে আলোচনার কথাই স্মরণ করিয়ে দিয়েছেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। তাঁর কথায়, 'এটা নিয়ে যৌথ আলোচনা চলছে। অত্যুৎসাহী হয়ে কেউ কেউ নানা ভাবনাচিন্তা করতে পারেন। তবে প্রকাশ্যে এসব বলাটা সমীচীন নয়।'
২০১৯ সালে লোকসভা ভোটে কথাবার্তা অনেকখানি এগোয়। তবে রায়গঞ্জ, মুর্শিদাবাদের মতো আসন নিয়ে কংগ্রেস গোঁ ধরায় ভেস্তে যায় জোটপ্রক্রিয়া। নির্বাচনে ভরাডুবির পর আবারও কাছাকাছি আসে দুই শিবির। কিন্তু ফের একুশের আগে জোটের আকাশে কালো মেঘ! জানুয়ারির প্রথম সপ্তাহে আলোচনার টেবিলে বসছে বাম ও কংগ্রেস।
আরও পড়ুন- বাংলায় ফল-সবজি-মাছের ঘাটতি নেই, দেশের বাজারে ফসল পাঠানোই সমস্যার: PM Modi