বাংলায় ফল-সবজি-মাছের ঘাটতি নেই, দেশের বাজারে ফসল পাঠানোই সমস্যার: PM Modi
নিজের ভাষণে মোদী আরও একবার বাংলাকে টেনে আনায় মুখর হয়েছে তৃণমূল।
নিজস্ব প্রতিবেদন: উপলক্ষ্য, শততম কিসান রেলের সূচনা। আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে 'পশ্চিমবঙ্গ'। প্রধানমন্ত্রী (PM Modi) দাবি করলেন, বাংলায় ফল-সবজি উৎপাদনে ঘাটতি নেই। কিন্তু তা বাজারজাত করায় সমস্যা থেকে গিয়েছে। সেই সমস্যাই দূর করতে চলেছে কিসান রেল। এতে বাড়বে কৃষকদের আয়।
এ দিন শততম কিসান রেলের (Kisan Rail) সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ট্রেনের গন্তব্য মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে (Farmers Protest) নাজেহাল কেন্দ্রীয় সরকার। বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে একাধিকবার আলোচনা সত্ত্বেও মেলেনি রফাসূত্র। এই পরিস্থিতিতে সুযোগ পেলেই কৃষিক্ষেত্রে সংস্কার কেন দরকার, তা মনে করিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। এ দিনও সেই পথে হেঁটে বাংলায় কৃষি পণ্যের বিক্রয় নিয়ে সমস্যার কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। বলেন,'কিসান রেল পরিষেবার সঙ্গে যুক্ত হলেন পশ্চিমবঙ্গের কৃষকরা। বাংলায় ফলন হয় আলু, কাঁঠাল, কপি ও বেগুনের মতো সবজি। এর পাশাপাশি আনারস, লিচু, আম, কলার মতো প্রচুর ফলও হয়। নোনা ও মিষ্টি জলের মাছের ঘাটতি নেই। তবে দেশের বাজারে ফসল পাঠানোর সমস্যা থেকে গিয়েছে।' কিসান রেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছোট কৃষক বিকল্পের সন্ধান পেয়েছেন বলে মত মোদীর। তাঁর কথায়,'কৃষকদের সঙ্গে স্থানীয় বাজারের ছোট ছোট ব্যবসায়ীরাও সুযোগ পাবেন। কিসান রেলের মাধ্যমে বাইরের রাজ্যে বেচতে পারবেন ফসল। এতে রোজগার বাড়বে কৃষকদের। এই লক্ষ্যেই একের পর এক কৃষি সংস্কার করা হচ্ছে।'
নিজের ভাষণে মোদী আরও একবার বাংলাকে টেনে আনায় মুখর হয়েছে তৃণমূল (TMC)। দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) টুইট করেছেন,'এটা কি প্রধানমন্ত্রীর বাংলা-ফোবিয়ায় ভোগার ইঙ্গিত? সব ভাষণেই বাংলা, বাংলা করে চলেছেন। আজ আবারও তাই করলেন। মন দিয়ে শুনুন, কৃষক বিরোধী বিল প্রত্যাহার করুন। তার আগে কৃষকদের নিয়ে একটা শব্দও বলবেন না।'
Mr PM, is this a sign of you suffering from Bengal-phobia ? You are dragging Bengal-Bengal-Bengal into every speech u make. You did so again today. Now listen carefully. First withdraw ALL the draconian anti-farmer bills. Till then, do not say a word about or to farmers. Thanks.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 28, 2020
শুক্রবার কৃষকদের নিয়ে একচোট তরজা হয়েছে মোদী-মমতার। নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন, রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের সরকার কৃষকদের বঞ্চিত করেছেন। বাংলার কৃষকরা বছরে ৬ হাজার টাকা পাচ্ছেন না। তার পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন,'দু'বার চিঠি দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে। কৃষক-স্বার্থে তৎপর রাজ্য সরকার। রাজনীতি করছে কেন্দ্রই।'
আরও পড়ুন- রাজনৈতিক আখেরের জন্য কৃষকদের ভবিষ্যত নিয়ে খেলবেন না, বিরোধীদের তুলোধনা Modi-র