চলচ্চিত্র উত্সব ঘিরে দানা বাঁধছে বিতর্ক
কলকাতা চলচ্চিত্র উত্সব এবার সতেরো বছরে পা রাখছে। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের তত্ত্বাবধানে এটিই প্রথম চলচ্চিত্র উত্সব।
Updated By: Nov 2, 2011, 01:32 PM IST
কলকাতা চলচ্চিত্র উত্সব এবার সতেরো বছরে পা রাখছে। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের তত্ত্বাবধানে এটিই প্রথম চলচ্চিত্র উত্সব। আর প্রথমবারই সেই উত্সবকে গিরে দানা বেঁধেছে বিতর্ক। অভিযোগ, রাজ্য চরম আর্থিক সঙ্কটের মধ্যে থাকার পরও চলচ্চিত্র উত্সবে কয়েক কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্য সরকারের একটি আলাদা তথ্য সংস্কৃতি দফতর থাকা সত্ত্বেও সমস্ত অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে।