হাইকোর্টে তৃণমূলী আইনজীবীদের ঢালাও রান্নাবান্না, অনুমোদন নিয়ে প্রশ্ন
হেরিটেজ বিল্ডিংয়ের সামনেই রীতিমতো খাবার রান্না করা হচ্ছে। জেলার আইনজীবীরা আসবেন, সেখানেই খাওয়া দাওয়া সেরে মিছিল করে রওনা হবেন ব্রিগেডের উদ্দেশে।
নিজস্ব প্রতিবেদন: ব্রিগেডে শহরের বিভিন্ন জায়গায় থাকা খাওয়ার ঢালাও ব্যবস্থা। বাদ গেল না কলকাতা হাইকোর্টও। হেরিটেজ বিল্ডিংয়ের সামনেই রীতিমতো খাবার রান্না করা হচ্ছে। জেলার আইনজীবীরা আসবেন, সেখানেই খাওয়া দাওয়া সেরে মিছিল করে রওনা হবেন ব্রিগেডের উদ্দেশে।
আরও পড়ুন- মহাজোটের মুখ মমতাই, বার্তা দেবে শনিবারের ঐতিহাসিক ব্রিগেড
তৃণমূল সেলের আইনজীবীরা আসবেন জেলা থেকে। তারা আজ কালো কোট পরে হাইকোর্ট থেকে ব্রিগেডের উদ্দেশে রওনা হবেন। তার আগে হাইকোর্টেই খাওয়ার ব্যবস্থা। কিন্তু হাইকোর্ট চত্বরে কেন? হেরিটেজ বিল্ডিংয়ে আগুন জ্বালিয়ে রান্না করা আইনত সম্ভব নয়। তৃণমূল সেলের আইনজীবী রাতুল বিশ্বাস জানিয়েছেন, “ হাইকর্টের পিছন দিকে রোজ রান্না হয়। তাহলে অসুবিধে কোথায়? তাছাড়া এমন উদ্যোগ আর কখনো নেওয়া হয়নি।” তবে হাইকর্টের মতো এই জায়গায় পুলিসের অনুমোদন কীভাবে সম্ভব সে প্রশ্ন তুলছেন অনেকেই।
আরও পড়ুন- তিন রাজ্য জয়ের পরও কল্কে পাচ্ছে না কংগ্রেস! সংখ্যার বিচারে ভারী মমতা-অখিলেশরা