Coronavirus: রাজ্যে ৩ জনের দেহে Delts Plus প্রজাতি! অন্য কথা বলছে রাজ্য
হেলথ সার্ভিসের তরফে আরও বলা হয়েছে, গত ১৭ জুলাইয়ের করোনা রিপোর্টে বলা হয় বাংলায় AY 3 প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে
নিজস্ব প্রতিবেদন: বাংলায় ৩ জনের দেহে পাওয়া গিয়েছে করোনার ডেল্টা প্লাস প্রজাতির অস্তিত্ব। মঙ্গলবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এনিয়ে এবার মুখ খুলল স্বাস্থ্যভবন।
রাজ্য হেলথ সার্ভিসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে বলে যা বলা হয়েছে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। সম্প্রতি ডেল্টা প্লাস প্রজাতির মধ্যে রাখা হয়েছে AY 3 প্রজাতি। শুধু তাই নয় ডেল্টা প্লাস প্রজাতির মধ্যে প্রায়শই বিভিন্ন প্রজাতিকে রাখা হচ্ছে বা বাদ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-Audit Report: 'শূন্য' হলেও আয়ে TMC-র চেয়ে এগিয়ে CPM, খরচে মমতার দল
হেলথ সার্ভিসের তরফে আরও বলা হয়েছে, গত ১৭ জুলাইয়ের করোনা রিপোর্টে বলা হয় বাংলায় AY 3 প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। অর্থাত্ রাজ্যের হিসেব মতো একটি মাত্র প্রজাতির ডেল্টা প্লাস প্রজাতি AY 3 পাওয়া গিয়েছে রাজ্যে। কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্স এর মতে আর কোনও প্রজাতি ডেল্টা প্লাসে অন্তর্ভূক্ত হয়নি। গত দুমাসে যেসব ডেল্টা প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে তাকে ক্লাসিক্যাল ডেল্টা প্লাসও বলা যায় না।
আরও পড়ুন-RSS ভোর থেকে কাজ করল, আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোলেন, বিস্ফোরক Gautam Deb
জানা যাচ্ছে, হাওড়ার একজনের দেহে ডেল্টা প্লাসের AY3 প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। তার কন্টাক্ট ট্রেসিং করার কাজ চলছে। তবে রাজ্যের দাবি সেটি ডেল্টা প্লাস নয়। এখানেই রাজ্য সরকার অবাক। এগুলো যদি আলাদা ভ্য়ারিয়ান্ট হয় তাহলে কেন্দ্র তাকে ডেল্টা প্লাস বলা হচ্ছে কেন!
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)