Partha Chatterjee | Presidency Jail Super: জেলেও পার্থের আঙুলে আংটি! সুপারের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ আদালতের
কারা দফতরের এডিজি ও আইজিকে পদক্ষেপ করার নির্দেশ দিলেন বিচারক। তাঁর মতে, 'দায়িত্ব পালনে ব্যর্থ প্রেসিডেন্সি জেল সুপার'।
বিক্রম দাস: 'কারা আইন লঙ্খন করে নিষিদ্ধ সামগ্রী নিয়ে ঢোকার অনুমতি দিয়েছেন'। পার্থ চট্টোপাধ্যায়ের আংটি বিতর্কে বিপাকে প্রেসিডেন্সি সংশোধানাগারের সুপার। তাঁর বিরুদ্ধে কারা দফতরের এডিজি ও আইজিকে পদক্ষেপ করার নির্দেশ দিল আদালত। বিচারকের মন্তব্য, 'দায়িত্ব পালনে ব্যর্থ জেল সুপার'।
নিয়োগ দু্র্নীতি মামলায় জামিন মেলেনি এখনও। প্রেসিডেন্সি সংশোধানারে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাতে আংটি কেন? আদালতে সশরীরের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল প্রেসিডেন্স সংশোনাগারের সুপার দেবাশিষ চক্রবর্তীকে। এদিন বিচারককে তিনি জানান, 'জেল ঢোকার সময়ে সময়ে পার্থের হাত ফোলা ছিল, সেকারণেই আংটি খোলা সম্ভব হয়নি'।
জেল সুপারের জবাবে অবশ্য সন্তুষ্ট হয়নি আদালত। জেল সুপারকে বিচারপতির পাল্টা প্রশ্ন, ' ৯ মাসে যা খোলা গেল না, তা ৯ মিনিটে কীভাবে খুলে গেল? আপনি কি নিজেই আইন তৈরি করছেন'? ইডির আইনজীবীর সওয়াল, ‘রাজ্য কারা আইনে বলা আছে এই ধরনের অভিযোগ উঠলে আইজি কারা বা এডিজি কারা অভিযুক্তকে রাজ্যের মধ্যে বা ভিন রাজ্যের জেলে অভিযুক্তকে স্থানান্তরিত করা যায়’।