শক্ত জমির ওপরই দাঁড়িয়ে আছি: বুদ্ধদেব ভট্টাচার্য

মানুষের কাছে ফিরে গিয়েই দলীয় কর্মীদের মানুষের , সমর্থন পুনরুদ্ধারের কথা বললেন সিপিআইএম নেতৃত্ব। রবিবার ব্রিগেডের সভায় বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, দলকে শক্ত জমির ওপর দাঁড় করিয়েই মানুষের সমর্থন ফিরে পাওয়া সম্ভব। সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, রাজ্যের নতুন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে গরিব মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন জরুরি।

Updated By: Feb 19, 2012, 09:05 PM IST

মানুষের কাছে ফিরে গিয়েই দলীয় কর্মীদের মানুষের , সমর্থন পুনরুদ্ধারের কথা বললেন সিপিআইএম নেতৃত্ব। রবিবার ব্রিগেডের সভায় বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, দলকে শক্ত জমির ওপর দাঁড় করিয়েই মানুষের সমর্থন ফিরে পাওয়া সম্ভব। সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, রাজ্যের নতুন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে গরিব মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন জরুরি। ব্রিগেডের সমাবেশ দেখে দুই শীর্ষনেতাই বলেন, এই সমাবেশ অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। ব্রিগেডের সমাবেশে তিনি সবথেকে বেশি সরব ছিলেন কৃষক আত্মহত্যা, সরকারের ধান না কেনার মতো গ্রামের ইস্যুগুলি নিয়ে। নির্বাচনে বিপর্যয়ের পর বিরোধী আসনে বসে ব্রিগেডের প্রথম সমাবেশ সিপিআইএমের কাছে আক্ষরিক অর্থেই একটি পরীক্ষা ছিল। নিশ্চিতভাবেই সেই পরীক্ষায় উত্তীর্ণ তারা। একই সঙ্গে সতর্কও। সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু বারবার বলেছেন, ব্রিগেডের সাফল্য যেন আত্মসন্তুষ্টির কারণ না হয়। রবিবার ব্রিগেডে সিপিআইএম নেতৃত্ব বলেন যেমনভাবে সাধারণ মানুষ তাদের দেখতে চান, সেরকমভাবেই দল গড়ার কাজ শুরু করেছেন তারা।
 

.