হাওড়ায় সিপিআইএম নেতার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার

সিপিআইএম নেতার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। মৃতের নাম বলাই মালিক। সিপিআইএমের লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক তিনি। আজ স্থানীয় ব্রীজ অ্যান্ড রুফ কারখানার ভেতর থেকে দেহ উদ্ধার করে পুলিস।

Updated By: Mar 29, 2015, 11:15 AM IST

ওয়েব ডেস্ক: সিপিআইএম নেতার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। মৃতের নাম বলাই মালিক। সিপিআইএমের লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক তিনি। আজ স্থানীয় ব্রীজ অ্যান্ড রুফ কারখানার ভেতর থেকে দেহ উদ্ধার করে পুলিস।

ওই কারখানায় অর্ডার সাপ্লাইয়ের কাজ করতেন বলাই মালিক। গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিস।

.