প্রয়াত নেতা অমিতাভ নন্দীকে শেষ বিদায় জানালেন সিপিআইএম কর্মীরা
প্রয়াত প্রাক্তন সাংসদ ও দলীয় নেতা অমিতাভ নন্দীকে শেষ শ্রদ্ধা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ সিপিআই এম নেতৃবৃন্দ।
ওয়েব ডেস্ক: প্রয়াত প্রাক্তন সাংসদ ও দলীয় নেতা অমিতাভ নন্দীকে শেষ শ্রদ্ধা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ সিপিআই এম নেতৃবৃন্দ। আজ বেলা এগারোটা নাগাদ প্রয়াত নেতার মরদেহ পিস হাভেন থেকে আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় সদর দপ্তরে নিয়ে আসা হয়।
বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়া সূর্যকান্ত মিশ্র, অসীম দাশগুপ্ত, বিনয় কোঙার,নেপালদেব ভট্টাচার্য, তড়িত্বরণ তোপদার প্রমুখ অন্তিম শ্রদ্ধা জানান। দলীয় দফতর থেকে মরদেহ এরপর নিয়ে যাওয়া হয় প্রয়াত নেতার বাসভবনে। জেশপ কারখানায় প্রয়াত সাংসদকে শেষ শ্রদ্ধা জানান দমদমের সাংসদ সৌগত রায়।
বারাসতের সি পি আই এমের উত্তর ২৪ পরগণা জেলা দফতরে প্রয়াত সাংসদকে শ্রদ্ধা জানান দলের নেতা কর্মীরা। পরে সিআইটিইউর জেলা দফতর হয়ে প্রয়াত সাংসদের দেহ নিয়ে যাওয়া হয় বেলঘড়িয়ার সিপিআইএম অফিসে। সেখান থেকেই শোক মিছিলে দলের প্রয়াত নেতাকে শেষ বিদায় জানাবেন সিপিআইএম কর্মীরা। আড়িদহের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৪৩ সালের ১০ মার্চ তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেন৷ কৈশোর বয়সেই বাবা-মায়ের সঙ্গে উত্তর ২৪ পরগণায় চলে আসেন৷