বেলেঘাটায় ভাঙচুর সিপিআইএমের পার্টি অফিস, আনন্দপুরে ভাঙচুর তৃণমূলের কার্যালয়

ভোটের আগে রাজ্যে হিংসা চলছেই। বেলেঘাটায় ভাঙচুর চালানো হল সিপিআইএম-এর অফিস। পশ্চিম মেদিনীপুরের সাহসপুরে আবার তৃণমূলের স্থানীয় কার্যালয় লন্ডভন্ড করা হল।

Updated By: Apr 6, 2014, 12:42 PM IST

ভোটের আগে রাজ্যে হিংসা চলছেই। বেলেঘাটায় ভাঙচুর চালানো হল সিপিআইএম-এর অফিস। পশ্চিম মেদিনীপুরের সাহসপুরে আবার তৃণমূলের স্থানীয় কার্যালয় লন্ডভন্ড করা হল।

গতকাল রাতে বেলেঘাটা-মানিকতলা সিপিআইএম জোনাল অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় ওই দফতরের কাঁচের দরজা জানলা। কলকাতা উত্তরের বাম প্রার্থী রূপা বাগচির ফেক্সও ছিঁড়ে দেয় দুষ্কৃতীরা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তুলেছে সিপিআইএম নেতৃত্ব। অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবিতে বেলেঘাটা থানায় ডেপুটেশন দিয়েছেন সিপিআইএম কর্মীরা।

এদিকে, পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার সাহসপুরে শনিবার তৃণমূলের একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। তৃণমূল নেতাদের অভিযোগ, সিপিআইএম সমর্থকেরাই ভাঙচুরের সঙ্গে জড়িত। এঘটনায় তিনজন সিপিআইএম সমর্থককে গ্রেফতার করেছে পুলিস। তিন বছর গ্রামছাড়া থাকার পর দু তিনদিন আগেই গ্রামে ফেরেন ওই তিনজন। তাঁদের মধ্যে একজন ক্যান্সারে আক্রান্ত। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ধৃতেরা।

.