ব্রিগেডের সমর্থনে কলকাতার রাজপথে সিপিআইএম

রবিবার সকালে ৮ মার্চ ব্রিগেডের সমর্থনে জাঠা করল কলকাতা জেলা সিপিআইএম।

Updated By: Feb 22, 2015, 02:51 PM IST
ব্রিগেডের সমর্থনে কলকাতার রাজপথে সিপিআইএম
শ্যামবাজার থেকে এগিয়ে চলেছে লাল ঝাণ্ডার মিছিল

কলকাতা: রবিবার সকালে ৮ মার্চ ব্রিগেডের সমর্থনে জাঠা করল কলকাতা জেলা সিপিআইএম।

কলকাতার উত্তর থেকে দক্ষিণ লাল ঝান্ডার দাপটে রাজপথে হঠাৎ কলরব। চিড়িয়া মোড় থকে গড়িয়া দু'ভাগে বিভক্ত  উত্তর ও দক্ষিণ প্রান্ত থেকে আসা দুটি মিছিল এসে পৌঁছায় পার্কসার্কাস মোড়। মিছিলে কর্মি সমর্থকদের উপস্থিতি স্বস্তি এনে দেয় সিপিআইএম রাজ্য নেতৃত্বদের মুখে। তাদের মতে ব্রিগেডের আগে এই জাঠা কর্মিদের আরও চাঙ্গা করবে। মিছিলে নেতৃত্ব দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেব। ছিলেন বর্ষীয়ান নেতা রাজদেও গোয়ালা।

 সিপিআইএম-এ নিচুতলার স্তরে ক্ষোভ তৈরি হয়েছিল অনেক আগে থেকেই। নেতা-নেতৃত্বরা লড়াইয়ে পাশে নেই, এই প্রশ্নে  জেরবার হয়েছেন সব জেলা স্তরের নেতাই। কোথাও কর্মি অসন্তোষ কোথাও রাজনৈতিক গাইড লাইন নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে দলের অন্দরেই। এই সমস্ত কিছু কাটিয়ে নতুন করে সংগঠন গোছাতে মরিয়া রাজ্য সিপিআইএম।

রাজ্যে রাস্তা তৈরি করছে বিজেপি। তৃণমূলের সারদা দুর্নিতির ফায়দা সিপিআইএম তুলতে পারছে না বলেও জল্পনা চলছে রাজনৈতিক মহলে। সামনে কলকাতা পৌরসভা ভোট। ব্যাকফুটে থেকেও ছক্কা হাকাতে তাই ব্রিগেডকেই হাতিয়ার করেছে আলিমুদ্দিন।

 

.