তিন তালাকে সুপ্রিম স্থগিতাদেশকে স্বাগত জানাল সিপিএম
কলকাতা: তিন তালাক 'অসাংবিধানিক' এবং সুপ্রাচীন ইসলামিক এই প্রথার ওপর ৬ মাসের স্থগিতাদেশ, ভারতের শীর্ষ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে 'প্রগতিশীল' সিপিএম। ভারতের শীর্ষ আদালতের রায় ঘোষণার পর দলের পলিটব্যুরো থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, "সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চ তাৎক্ষণিক তালাককে অবৈধ ঘোষণা করে যে রায় দান করেছে, তাকে স্বাগত জানাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)"। এরই সঙ্গে সিপিএমের শীর্ষস্তরের ওই প্রেস বিবৃতিতে এও বলা হয়, "এখনও পুরো রায় আমাদের কাছে এসে পৌঁছায়নি। সেটা হাতে পাওয়ার পর দল সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"
We welcome the Supreme Court verdict treating arbitrary & instant triple talaq as illegal (by a majority judgement of the 5-Judge bench). pic.twitter.com/k6I4YJOHkc
— Sitaram Yechury (@SitaramYechury) August 22, 2017
উল্লেখ্য, তিন তালাকে সুপ্রিম স্থগিতাদেশকে স্বাগত জানিয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য "আমি এই রায়কে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই রায় আমাদের দেশের ধর্মনিরেপেক্ষতা এবং প্রগতিকে সাহায্য করবে", মন্তব্য বুদ্ধদেব ভট্টাচার্যের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা আসেনি বাংলার শাসক দল তৃণমূলের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেস তালাকের ওপর সুপ্রিম রায়ের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।