Exclusive: CPI(ML) চায় না, বাংলাটা বিজেপির হাতে চলে যাক: Dipankar Bhattacharya

তৃণমূল সম্পর্কে কী বললেন তিনি?

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Jan 28, 2021, 11:56 PM IST
Exclusive: CPI(ML) চায় না, বাংলাটা বিজেপির হাতে চলে যাক: Dipankar Bhattacharya

মৌমিতা চক্রবর্তী: ভোটের মুখে 'রাম নাম'-এই যে রাজ্যের বিপদ বেশি, তা এবার স্পষ্টই জানালেন CPI(ML) নেতা দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya )। Zee ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন, 'তৃণমূলের হাত থেকে মুক্ত করার নাম করে বাংলা-কে বিজেপির হাতে তুলে দাও। এটা আমরা মোটেই চাই না।'

একুশের বিধানসভা ভোটের (Assembly Election) আর বেশি দেরি নেই। রাজ্যে সব দলই নিজেদের মতো করে প্রচার চালাচ্ছে, ঘুঁটি সাজাচ্ছে। নির্বাচনের লড়াইয়ে যখন আসনরফা চূড়ান্ত করে ফেলল কংগ্রেস (Congress) ও বামেরা (Left), তখন আবার বিভিন্ন জনসভায় বামপন্থীদের কাছে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূল (TMC) থেকে বিজেপিতে (BJP) যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখন নিয়মিতই বাম আমলের প্রশংসা শোনা যাচ্ছে তাঁর মুখে। দিনকয়েক আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তিনি বলেন, 'বুদ্ধবাবু সৎ ছিলেন। বামেরা অনেক ভালো করেছে।' কিন্তু বিধানসভা ভোটে বামেরা (Left) কেন বিজেপিকে (BJP) সমর্থন করবে? শুভেন্দুর দাবি, এ রাজ্যে বিজেপিই একমাত্র পারে তৃণমূলকে হারাতে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে। প্রশাসনের সর্বস্তরে অবাধ নির্বাচন হবে এবং বামপন্থীরাও সে নির্বাচনে মনোনয়ন দিতে পারবে। কলকাতা ও দিল্লিতে একই সরকার তৈরির কথা বলে বাংলাকে মোদির হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছেন শুভেন্দু। 

আরও পড়ুন: বাম-কংগ্রেস আসনরফা ১৯৩টি আসনে চূড়ান্ত, ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে বাম-কং জনসভাও

এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন CPI(ML) নেতা দীপঙ্কর ভট্টাচার্য। Zee ২৪ ঘণ্টাকে দ্বিধাহীন কণ্ঠে তিনি জানালেন, 'তৃণমূল এখানে ক্ষমতায় ছিল। মানুষের সঙ্গে বোঝাপড়া আছে। সেই হিসেব মানুষ নেবে। লড়াই চলছে, লড়াই চলবে।' সঙ্গে যোগ করলেন, 'বিজেপি গোটা দেশে ক্ষমতার রাজনীতি করছে। আমরা চাই না, বাংলাটা বিজেপির হাতে চলে যাক। অসমে যেটা হয়েছে, ত্রিপুরায় যেটা হয়েছে, সেটা বাংলাতেও হোক।'

.