CPM: নজরে 'চায়ে পে চর্চা', দলের সম্মেলনে কড়া নিয়ম চালুর পথে সিপিএম!

সিপিএমের অন্দরে বিভিন্ন স্তরে সম্মেলন হয় নিয়মিত। সেই সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে মনোনীত হন জেলা,শাখা, এমনকী এরিয়া কমিটির সদস্যরাও। সম্মেলনে প্যানেল পেশের পর চা পানে বিরতির রেওয়াজ আছে। সেই রেওয়াজেই ইতি টানতে চাইছেন দলের শীর্ষ নেতৃত্ব। 

Updated By: Sep 19, 2024, 06:48 PM IST
CPM: নজরে 'চায়ে পে চর্চা', দলের সম্মেলনে কড়া নিয়ম চালুর পথে সিপিএম!
ফাইল ছবি

মৌমিতা চক্রবর্তী: 'চায়ে পে চর্চা' আর নয়। সিপিএমের সম্মেলনে  নয়া কমিটির প‌্যানেল পেশের পর চা-পানের বিরতিতে এবার নিষেধাজ্ঞা জারি করলেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা।

আরও পড়ুন:  Minakshi Mukherjee: 'সেই রাতে' কী হয়েছিল, আরজি কর-কাণ্ডে এবার মীনাক্ষীকে তলব সিবিআইয়ের

সিপিএমের অন্দরে বিভিন্ন স্তরে সম্মেলন হয় নিয়মিত। সেই সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে মনোনীত হন জেলা,শাখা, এমনকী এরিয়া কমিটির সদস্যরাও। সম্মেলনে প্যানেল পেশের পর চা পানে বিরতির রেওয়াজ আছে। সেই রেওয়াজেই ইতি টানতে চাইছেন দলের শীর্ষ নেতৃত্ব। 

সিপিএম নেতৃত্বের মতে, এই চা পানের বিরতিতেই প্যানেলে পছন্দ কিংবা অপছন্দের প্রার্থীদের নিয়ে রীতিমতো 'হুইসপারিং ক‌্যাম্পেন' চলে। ফলে কমিটির সদস্য কারা হবেন? তা ঠিক করতে যেমন ভোটাভুটি করতে হয়, তেমনি অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে।  সম্মেলনে গাইড লাইন সংক্রান্ত একটি নির্দেশিকায়  গোপন ব‌্যালটে নির্বাচন করার পদ্ধতি সংক্রান্ত নিয়মে বলা হয়েছে, প‌্যানেল পেশের পর আধঘন্টা বা এক ঘন্টা চায়ের বিরতি দেওযার অভ‌্যাস ছাড়তে হবে। চা পানের বিরতি দেওয়া হবে না।

স্রেফ চা বিরতিতে নিষেধাজ্ঞা নয়, পার্টিতে  যোগ্য ও দক্ষ নেতাদের কাজের সুযোগ করতে চাই সিপিএম। কীভাবে? পার্টির দলের উল্লেখ, দলের বিভিন্ন কমিটি সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হল। আবার গড় বয়স হ্রাস করার বিষয়টিকেও সর্বোচ্চ তালিকায় অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে। 

আরও পড়ুন:  Doctor’s Protest: খুলে নেওয়া হল ত্রিপল-ফ্যান, ধরনা সরাতে পরোক্ষে চাপ! জুনিয়র ডাক্তারদের সন্দেহ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.