মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় বিরোধীরা
সারা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলার চক্রান্ত চলছে বলে মঙ্গলবার মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়ে বিচারব্যবস্থা থেকে মানবাধিকার কমিশনও। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রীতিমতো শোরগোল পড়ে গেছে বিভিন্ন মহলে।
সারা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলার চক্রান্ত চলছে বলে মঙ্গলবার মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়ে বিচারব্যবস্থা থেকে মানবাধিকার কমিশনও। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রীতিমতো শোরগোল পড়ে গেছে বিভিন্ন মহলে।
মানবাধিকার কমিশন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী নিজেই একের পর এক কমিশন বসিয়েছেন। ফলে তাঁর মুখে কমিশনের সমালোচনা শোভা পায় না। তবে একইসঙ্গে এক তরফা দোষারোপ না করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথাও বলেছেন তিনি। অন্যদিকে মানবাধিকার কমিশন এবং বিচারব্যবস্থা নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আইনজীবী অরুণাভ ঘোষও।
মানবাধিকার কর্মী দেবপ্রসাদ রায়চৌধুরী বলেন, সাম্প্রতিক কালে নানা বিষয়ে তাঁর সরকারের বিরুদ্ধেও সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ উঠলেও সে নিয়ে বিধানসভায় কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তবে কার্টুন কাণ্ডে সোমবার রাজ্য সরকারের বিরুদ্ধেই রায় দিয়েছে রাজ্যের মানবাধিকার কমিশন। আর তার জেরেই মানবাধিকার কমিশনের ওপর মঙ্গলবার আক্রমণ মুখ্যমন্ত্রী আক্রমণ শানিয়েছেন হলেই মনে করেন তিনি।
তবে বিচারব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কার্যত সমর্থন করেছেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আবদুল হালিম।