মধ্যমগ্রাম ধর্ষণ কাণ্ডে সিবিআই-কে এড়াতে শেষপর্যন্ত দময়ন্তীতেই সায় রাজ্যের

মধ্যমগ্রাম ধর্ষণ কাণ্ডে সিবিআই এড়াতে শেষপর্যন্ত দময়ন্তী সেনকেই মেনে নিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ, মধ্যমগ্রামে তরুণীর গণধর্ষণ ও রহস্যমৃত্যুর তদন্ত করবে দময়ন্তী সেনের নেতৃত্বধীন কমিটি। এমনকি এও বলা হয়েছে, নিজের পছন্দমতো অফিসার নিয়ে তদন্তকারী দল গড়বেন দময়ন্তী সেন।

Updated By: Jan 20, 2014, 01:48 PM IST

মধ্যমগ্রাম ধর্ষণ কাণ্ডে সিবিআই এড়াতে শেষপর্যন্ত দময়ন্তী সেনকেই মেনে নিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ, মধ্যমগ্রামে তরুণীর গণধর্ষণ ও রহস্যমৃত্যুর তদন্ত করবে দময়ন্তী সেনের নেতৃত্বধীন কমিটি। এমনকি এও বলা হয়েছে, নিজের পছন্দমতো অফিসার নিয়ে তদন্তকারী দল গড়বেন দময়ন্তী সেন।

তদন্তে প্রভাব বিস্তার এড়াতে সরাসরি হাইকোর্টের কাছেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। দময়ন্তী সেনের তদন্তে আপত্তি না করলেও, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় চেয়েছিলেন তদন্ত হোক সিআইডির ফ্রেমওয়ার্কে। কিন্তু, তার বিরোধিতা করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

.