বাংলা ছবির ভবিষ্যত নিয়ে বিতর্কের আসর চলচ্চিত্র উত্সবে
রবিবারের ফিল্মোত্সবে আড্ডার মেজাজ। বাংলা ছবির ভবিষ্যত নিয়ে আলোচনায় হাজির পরিচালক গৌতম ঘোষ, রাজা সেন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
ওয়েব ডেস্ক: রবিবারের ফিল্মোত্সবে আড্ডার মেজাজ। বাংলা ছবির ভবিষ্যত নিয়ে আলোচনায় হাজির পরিচালক গৌতম ঘোষ, রাজা সেন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
মাল্টিপ্লেক্সই কি বাংলা ছবির ভবিষ্যত? নাকি মাল্টিপ্লেক্সের ভুল সিদ্ধান্তেই বাংলা ছবির দৈনদশা? এমনই এক টানাপোড়েনে জমে উঠল ফিল্মোত্সবের আড্ডা। মঞ্চে হাজির ছিলেন গৌতম ঘোষ, পঙ্কজ লাডিয়া, পরমব্রত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। ছিলেন পরিচালক রাজা সেনও।
আরও পড়ুন- প্রথম দিন থেকেই হরেকরকম পসরা কলকাতা ফিল্মোত্সবে
বাংলা ছবির অস্তিত্বের সঙ্কট ও আর্থিক অবনতির জন্য প্রকারান্তরে দায়ী মাল্টিপ্লেক্স ভাবনাই বক্তব্য গৌতম ঘোষের। তবে আরও কিছুটা এগিয়ে পরমব্রত মতামত জানালেন। বাংলা ছবি আজও বাঙালি দর্শক দেখে না।
মাল্টিপ্লেক্স দর্শক যে হিন্দি ছবিই বেছে নিয়েছেন তার মূল কারণ ছবির মেকিং বা গুণগত মান নয়, বক্তব্য পঙ্কজের। প্রথম তিন দিনেই বক্স অফিসে সাফল্য দেয় বলিউড ছবিই। তাই প্রচুর শো দিতেই হয়।
মুক্তমঞ্চে হল ভর্তি দর্শক কিন্তু তখন ভাবছেন কী করবেন, ঠিক কোন মতের শরিক হওয়া উচিত?