রাজ্যে ডেঙ্গিতে ফের মৃত্যু, এবার আগরপাড়ায়

ডেঙ্গি নিয়ে ইতিমধ্যে ততপর হয়েছে শহরের পুরসভা থেকে সাস্থ্য দফতর। নানারকমভাবে সচেতন করা হচ্ছে নাগরিরকদের। পাশপাশি মশা মারতে চলছে নানারকম কায়দায় অভিযান। কিন্তু এখনও পর্যন্ত ডেঙ্গিকে রোখা যাচ্ছে না। তাই রাজ্যে ডেঙ্গিতে ফের মৃত্যু। ছদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সুনীতা দাস।

Updated By: Aug 23, 2016, 09:02 AM IST
  রাজ্যে ডেঙ্গিতে ফের মৃত্যু, এবার আগরপাড়ায়

ওয়েব ডেস্ক: ডেঙ্গি নিয়ে ইতিমধ্যে ততপর হয়েছে শহরের পুরসভা থেকে সাস্থ্য দফতর। নানারকমভাবে সচেতন করা হচ্ছে নাগরিরকদের। পাশপাশি মশা মারতে চলছে নানারকম কায়দায় অভিযান। কিন্তু এখনও পর্যন্ত ডেঙ্গিকে রোখা যাচ্ছে না। তাই রাজ্যে ডেঙ্গিতে ফের মৃত্যু। ছদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সুনীতা দাস।

আরও পড়ুন রিও-র হল সারা, টোকিও-র হল শুরু
আগরপাড়ার কাঁসারিবাগান এলাকার বাসিন্দা সুনীতাকে প্রথমে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিত্সার পরও তাঁর শরীরের উন্নতি হয়নি। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় একটি নার্সিংহোমে। সেখানেই সুনীতা দাসের মৃত্যু হয়।

আরও পড়ুন  ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ কমেছে তাই জল ছাড়ার পরিমাণ কমাল দুর্গাপুর ব্যারেজ

.