মশাবাহিত রোগের প্রকোপ ছড়াচ্ছে কলকাতায়

নতুন করে মশাবাহিত রোগের প্রকোপ ছড়াচ্ছে কলকাতার খাস এলাকা নিউ আলিপুরে। গত একমাসে এলাকার একাশি নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। যদিও এলাকায় খোলা নর্দমা বা ড্রেন নেই, তবে বহুক্ষণ ধরে বৃষ্টির জল জমে থাকার ফলেই এই বিপত্তি।

Updated By: Oct 17, 2011, 01:38 PM IST

নতুন করে মশাবাহিত রোগের প্রকোপ ছড়াচ্ছে কলকাতার খাস এলাকা নিউ আলিপুরে। গত একমাসে এলাকার একাশি নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন।
যদিও এলাকায় খোলা নর্দমা বা ড্রেন নেই, তবে বহুক্ষণ ধরে বৃষ্টির জল জমে থাকার ফলেই এই বিপত্তি। পুরসভার তরফে ডেঙ্গু সম্বন্ধে সচেতন করতে বা মশবাহিত রোগের প্রকোপ এড়াতে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

.