বেফাঁস মন্তব্যে বিতর্কে ডিজি

ফের বিতর্কে জড়ালেন রাজ্য পুলিসের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। বারাসতে একের পর এক নারী নির্যাতনের ঘটনা প্রসঙ্গে তাঁর মন্তব্য, সংবাদমাধ্যম যতটা খারাপ বলছে, পরিস্থিতি ততটা খারাপ নয়। ডিজির মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা।

Updated By: Jun 13, 2013, 11:55 AM IST

ফের বিতর্কে জড়ালেন রাজ্য পুলিসের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। বারাসতে একের পর এক নারী নির্যাতনের ঘটনা প্রসঙ্গে তাঁর মন্তব্য, সংবাদমাধ্যম যতটা খারাপ বলছে, পরিস্থিতি ততটা খারাপ নয়। ডিজির মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা।
সাম্প্রতিক কালে একের পর এক ঘটনায় খবরের শিরোনামে বারাসত। খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, অপহরণ, ডাকাতি, ছিনতাই। এক কথায় বারাসত যেন অপরাধ নগরী। তালিকায় সর্বশেষ সংযোজন কামদুনি। ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। প্রতিবাদে সরব সাধারণ মানুষ। কিন্তু, বারাসতের পরিস্থিতি ততটা খারাপ বলে মনে করেন না রাজ্য পুলিসের সর্বোচ্চ কর্তা।  
 
রাজ্য পুলিসের শীর্ষকর্তার এধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। ডিজির মন্তব্য গোটা দেশের কাছেই ভুল বার্তা দেবে, মত প্রদেশ কংগ্রেস সভাপতির। এর আগে কাটোয়া ধর্ষণকাণ্ডে মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্য পুলিসের ডিজি। বারাসত নিয়ে তাঁর মন্তব্যও নিঃসন্দেহে পুলিস প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা সম্পর্কে বিতর্ককে আরও একবার উস্কে দেবে।

.