ভুবনেশ্বরে অমিতের সামনে মমতা কিছুই বলেননি: দিলীপ

ওডিশার ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে মুখোমুখি হন মমতা-অমিত। 

Reported By: অঞ্জন রায় | Updated By: Feb 28, 2020, 08:05 PM IST
ভুবনেশ্বরে অমিতের সামনে মমতা কিছুই বলেননি: দিলীপ

নিজস্ব প্রতিবেদন: পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে অমিত শাহের সামনে কিচ্ছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। চুপ করে বসেছিলেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, উনি প্রচারের কাঙাল। সব জায়গায় উল্টো-পাল্টা বলেন। 

সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি বলেন,''অমিত শাহের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই বলেননি। একমাত্র মমতাই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। অন্য মুখমন্ত্রীরা তো বলেননি। উনি প্রচারের কাঙাল। যত উল্টো পাল্টা কথা বলেন।''

ওডিশার ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে এদিন এনআরসি বা সিএএ নিয়ে কোনও কথা হয়নি বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিকদের বলেন,''এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে আলোচনা হয়নি। বৈঠকের কর্মসূচিতে ছিল না।''

লোকসেবা ভবনে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক শুরুর আগে দিল্লি হিংসার প্রসঙ্গ তোলেন মমতা। দিল্লিতে শান্তি ফেরানোর জন্য শাহের কাছে আর্জি জানান মুখ্যমন্ত্রী। দিল্লির হিংসা নিয়ে মমতার উদ্বেগে দিলীপ বলেন,''বাংলায় মেয়েদের জ্বালিয়ে দেওয়া হল। কখনও একটা কথা শুনিনি। দিল্লির জন্য ওনার কষ্ট হচ্ছে।''

এদিন সকাল দশটায় ভুবনেশ্বরের লোকসেবা ভবনে শুরু হয় ইস্টার্ন জোনাল কাউন্সিলের (Eastern Zonal Council) বৈঠক। বিহার, বাংলা, ওড়িশার মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও আসেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দুদফার বৈঠকে কথা হয় পূর্ব ভারতের রাজ্যগুলোর সম্পর্ক এবং দাবিদাওয়া নিয়ে। বাংলার বকেয়া টাকা থেকে কয়লার রয়্যালটি প্রসঙ্গ নিয়ে সরব হন মমতা। বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন- CAA নিয়ে কেন মিথ্যা বলছেন মমতা দিদি? বৈঠকের পরই স্বমেজাজে অমিত

.