ধামাখালিতে চলছে বৈঠক, এরপর আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় দল

তারপর সন্দেশখালি এক, সন্দেশখালি দুই নম্বর ব্লক,ন্যাজারহাট ঘুরে দেখবেন তাঁরা। বৃহস্পতিবারই তাঁরা কলকাতায় পৌঁছেছেন।

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Jun 5, 2020, 10:32 AM IST
ধামাখালিতে চলছে বৈঠক, এরপর আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় দল

নিজস্ব প্রতিবেদন:  শুক্রবার বাংলার আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলে রয়েছেন ঋষিকা সরন, নরেন্দ্র কুমার, আর কে দুবে, সমীরণ সাহা।
 সকাল সাড়ে দশটায় ধামাখালিতে প্রথমে বৈঠকে বসেন তাঁরা। এদিনের বৈঠকে সন্দেশখালির দুটি ব্লকের প্রশাসনিক কর্তারা উপস্থিত রয়েছেন। তারপর সন্দেশখালি এক, সন্দেশখালি দুই নম্বর ব্লক,ন্যাজারহাট ঘুরে দেখবেন তাঁরা। বৃহস্পতিবারই তাঁরা কলকাতায় পৌঁছেছেন।
কীভাবে দুর্গতদের ক্ষতি পূরণ করা যায়, কোনও বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা যায় কিনা, তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।
আমফানে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশপথে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেছেন। সূত্রের খবর, রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ দাবি করতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: আমেদাবাদ থেকে বিমানে একা ৮০ দিন পর বাড়ি ফিরল ৮ বছরের তানিয়া, ক্যামেরাবন্দি আবেগঘন মুহূর্ত
বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত নৌকার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এর জন্য প্রায় ১৭ হাজার কোটি টাকা খরচ হবে। প্রায় ৮ হাজার ৭ টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ ধরার জাল নষ্ট হওয়ার কারণে ৩৭,৭১১ জনকে ২,৬০০ টাকা করে দেওয়া হবে। যাঁদের বাড়ি ভেঙে তাঁদের প্রত্যেককেও এককালীন ২০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

.